ছবি: সংগৃহীত
সারাদেশ

রংপুরে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদ্‌যাপিত

রংপুর প্রতিনিধি

সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ‘বিশ্ব পরিসংখ্যান দিবস এবং জাতীয় পরিসংখ্যান দিবস উদ্‌যাপন করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের সহযোগিতায় বিভাগীয় ও জেলা পরিসংখ্যান কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার (রুটিন দায়িত্ব) মো. আবু জাফর। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আবু জাফর বলেন, পরিসংখ্যান কেবল সংখ্যাগত সমষ্টি নয়, এটি একটি দেশের সামগ্রিক উন্নয়ন, চ্যালেঞ্জ ও সম্ভাবনার প্রতিচ্ছবি। তিনি দেশের উন্নয়ন ও নীতিনির্ধারণে পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে হলে সঠিক ও নির্ভুল তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে।

তিনি আরও বলেন, শুধু পরিকল্পনা প্রণয়নেই নয়, পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়নেও নির্ভুল পরিসংখ্যান সমভাবে গুরুত্বপূর্ণ। এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন প্রসঙ্গে মো. আবু জাফর জোর দিয়ে বলেন, ২০৩০ সালের মধ্যে এসডিজির বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনে বিষয়ভিত্তিক সঠিক তথ্য কার্যকর ভূমিকা পালন করবে। তথ্য সংগ্রহ প্রক্রিয়া উন্নত করার মাধ্যমে প্রকাশিত পরিসংখ্যানের গ্রহণযোগ্যতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, পরিসংখ্যান দিবস পালনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে এর গুরুত্বকে উপলব্ধি করা যায়। সঠিক পরিসংখ্যানকে উন্নয়নের মাপকাঠি উল্লেখ করে তিনি বলেন, পরিকল্পিত অর্থনীতির জন্য নির্ভরযোগ্য পরিসংখ্যান অপরিহার্য।

তিনি আরও উল্লেখ করেন যে, নীতিনির্ধারণ, পরিকল্পনা বাস্তবায়ন এবং বিভিন্ন সেক্টরের অগ্রগতি পরিমাপে পরিসংখ্যানের কোনো বিকল্প নেই। উন্নত বিশ্বের মতো তথ্য সংগ্রহে আধুনিক পদ্ধতি ব্যবহারের পাশাপাশি নিয়মিত তথ্য হালনাগাদকরণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক মো. শফিকুল ইসলাম এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ফারজানা জান্নাত। আলোচনা সভার শুরুতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বিভিন্ন উইংয়ের কার্যক্রম নিয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন রংপুর জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক রাজিব ঘোষ।

দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কেমিক্যাল দিয়ে পাকানো টমেটোতে সয়লাব মনোহরদী বাজারসহ আশেপাশের হাটবাজার

ময়মনসিংহের ভবেরচর কাচারী বাজার ও চাঁপাইনবাবগঞ্জের রহমপুর থেকে প্রায় প্রতিদি...

নির্বাচনী জনসভা: মৌলভীবাজারে তারেক রহমানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী বৃহস্পতিবার মৌলভীবাজারে আসছেন। এদিন তিনি...

কুষ্টিয়ায় শেষ দিনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

কুষ্টিয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ দিনে পাঁচজন প্রার্থী তাঁদের...

কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে প্রার্থী...

মৌলভীবাজারের ৫৫৪ ভোটকেন্দ্রে নিরাপত্তায় ‘বডি অন’ ক্যামেরার ব্যবহার

মৌলভীবাজারের ৫৫৪টি ভোটকেন্দ্রে নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে সিসিটিভি ক্যাম...

কুষ্টিয়ায় কীটনাশক পান করে ৩ বছরের শিশুর মৃত্যু

কুষ্টিয়ার খোকসা উপজেলায় হৃদয়বিদারক ঘটনায় ৩ বছরের এক শিশু কন্যা মারা গেছে। শিশ...

শহীদ হাদির পরিবারের ফ্ল্যাটের জন্য ১ কোটি টাকা বরাদ্দ

ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি...

গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর

দাগনভুঞায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ফেনী–৩ আসনের বিএনপি ম...

কিডনি রোগে আক্রান্ত শাহাজান বাঁচতে চান

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১নং দক্ষিণ পাহাড়তলী, উত্তর ফতেয়াবাদ নন্দীরহাট...

গণভোটে সবাইকে অংশগ্রহণের আহ্বান খাদ্য উপদেষ্টার

দ্বাদশ জাতীয় নির্বাচনে ভয়ভীতি উপেক্ষা করে সবাইকে নির্বাচনে অংশগ্রহণ ও গণভোট দ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা