ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

হামাসের হামলায় ইসরায়েলে নিহত ৭০০

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ইসরায়েলিদের নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। তাদের মধ্যে বহু সেনা সদস্যও রয়েছে।

এছাড়া আহত হয়েছেন প্রায় ২২০০ জন ইসরায়েলি। অপরদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে।

সোমবার (৯ অক্টোবর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি সশস্ত্র বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শনিবার (৭ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া হামাসের হামলায় ৭০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছেন। সশস্ত্র গোষ্ঠীর হামলায় আহত হয়েছেন আরও ২১৫০ জন ইসরায়েলি।

আইডিএফ বলছে, গাজা থেকে হামলার সময় ৩২৮৪ টি রকেট ছোড়া হয়েছে। যদিও হামাস জানায়, তাদের ছোড়া রকেটের সংখ্যা ৫০০০-এর বেশি। ইসরায়েল হামাসের ৬৫৩ টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

এদিকে ফিলিস্তিনি কর্মকর্তাদের সর্বশেষ আপডেট অনুযায়ী, ইসরায়েলের প্রতিশোধমূলক বিমান হামলায় গাজায় ৪১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৩০০ জন।

ইসরায়েলে হামলায় নিহতদের মধ্যে ৪৪ সেনা সদস্য রয়েছে। ফিলিস্তিনি এ গোষ্ঠীর হামলায় প্রথমে ২৬ সেনা নিহতের খবর জানিয়েছিল ইসরায়েলি বাহিনী।

রোববার (৮ অক্টোবর) ইসরায়েল সরকারের একটি সূত্র জানায়, হামাসের হামলায় ৪৪ সেনা ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর ৩০ সদস্য নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে পুলিশ, সীমান্তরক্ষী ও সন্ত্রাসবিরোধী বাহিনী ইয়ামামের সদস্য ছিলেন।

পরবর্তীতে ইসরায়েলে সেনাবাহিনীও ৪৪ জন সেনা নিহতের বিষয়টি নিশ্চিত করে। মাইক্রো ব্লগিং সাইট এক্সে তাদের নাম ও পরিচয় প্রকাশ করেছে বাহিনীটি। তারা জানায়, নিহত সেনাদের পরিবারকে তাদের মৃত্যুর ব্যাপারে অবহিত করা হয়েছে।

যদিও ইসরায়েলি সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হতাহতের সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এখনো অনেক সেনা নিখোঁজ রয়েছেন।

হামাসের সদস্যরা বেশ কয়েক জনকে আটক করে গাজায় নিয়ে গেছে। সেখানে তারা কি অবস্থায় রয়েছে, সে বিষয়টি নিশ্চিত নয়।

প্রসঙ্গত, মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আল-আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন ও অবৈধ বসতি স্থাপনকারীদের অত্যাচারের জবাব দিতে গত শনিবার ভোর থেকে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামের একটি অভিযান শুরু করে গাজা ভূখণ্ডের সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের এ অভিযানে হতবাক হয়ে পড়ে ইসরায়েল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাথায় তারেক রহমানের স্নেহের হাত, রাজনীতিতে দীপ্তির ত্যাগের স্বীকৃতি

চট্টগ্রাম প্রোগ্রাম মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে আবেগঘন মুহূর্ত...

কুষ্টিয়ায় ড. শফিকুর রহমানের আহ্বান: চাঁদাবাজি বন্ধ করে সমাজে ভাল কাজ করুন

কুষ্টিয়ায় রাস্তা-ঘাট ও হাট-বাজারে চাঁদাবাজি বন্ধ করে সমাজে ভাল কাজ করার আহ্...

প্রত্যাশার নারায়ণগঞ্জ, হতাশার নারায়ণগঞ্জ

উন্নয়নের বেড়াজালে জনজীবন বিপন্ন। শহরের সর্বত্রই বিশৃঙ্খলা ও সীমাহীন দুর্ভোগ...

নীলফামারীতে মৈত্রী হাসপাতাল: উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

নীলফামারীতে ১,০০০ শয্যার বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল: উত্তরাঞ্চলের স্ব...

ক্ষমতার কেন্দ্র জনগণ—ফেনীর জনসভায় তারেক রহমান

জনগণই বিএনপির রাজনৈতিক শক্তি, ক্ষমতা ও ভবিষ্যৎ রাজনীতির একমাত্র উৎস—এমন...

বিএনপি এতো খারাপ হলে তাদের দুই মন্ত্রী পদত্যাগ করেনি কেন: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আপনারা পত্রিকায় দেখেছেন-একটি রাজনৈতিক...

শীতকালে ঠান্ডা নাকি গরম পানি দিয়ে চুল ধোয়া ভালো

গরম পানির ভালো দিক গরম পানির কিছু জাদুকরি ক্ষমতা আছে। পাশা...

আরাকান আর্মির গুলিতে দুই বাংলাদেশি জেলে আহত

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র সংগঠন...

যেখানেই ভোট দিতে বাধা দেওয়া হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলব: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, &lsquo...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নির্ভরযোগ্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুর, কাশিমপুর কারা ক্যাম্পাস – স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা