বনজ কাঠ রক্ষা করা এবং কাঠের অবৈধ পাচার রোধে অভিযান পরিচালনা করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১১ডিসেম্বর) পরিচালিত এ অভিযানে আলীপুরের নাজিম স’মিল ও খাজা আজমির স’মিল মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল মুবিন বলেন, করাতকল বিধিমাল
হাটহাজারীতে বনজ কাঠ সংরক্ষণ ও অবৈধ কাঠ পাচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) পরিচালিত এ অভিযানে আলীপুর এলাকার নাজিম স’মিল ও খাজা আজমির স’মিলকে বিভিন্ন অনियमিততার দায়ে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল মুবিন জানান, করাতকল বিধিমালা ২০১২ ও দণ্ডবিধি ১৮৬০ অনুসারে কাঠের সঠিক রেজিস্ট্রার ও হিসাব-নিকাশ না রাখা এবং অন্যান্য বিধিভঙ্গের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই করাতকল মালিককে জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, বনজ সম্পদ রক্ষা ও কাঠের অবৈধ বাণিজ্য বন্ধে উপজেলা প্রশাসনের এমন নজরদারি ও অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
আমারবাঙলা/এনইউআ