নিজস্ব প্রতিবেদক: উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তথ্য চাইতে যাওয়ায় কারাদণ্ডপ্রাপ্ত দৈনিক দেশ রূপান্তরের শেরপুরের নকলা সংবাদদাতা শফিউজ্জামান রানার জামিন দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১২ মার্চ) বিকেল ৫টায় অ্যাডিশনাল ডেপুটি ম্যাজিস্ট্রেট জেবুন নাহার রানার জামিনের আদেশ দেন।
অপরদিকে তথ্য চাইতে যাওয়া সাংবাদিককে গ্রেফতার ও কারাদণ্ডের ঘটনায় নকলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন বদলি হতে পারেন বলে জানা গেছে।
মন্ত্রিপরিষদ বিভাগ ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্র জানিয়েছে, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে বদলি করা হতে পারে।
এর আগে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিনের কাছে তথ্য চেয়ে সাংবাদিক শফিউজ্জামান রানা আবেদন করেন। এ সময় তিনি ওই আবেদনের রিসিভড কপি চাওয়ায় ক্ষিপ্ত হন ইউএনও এবং তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাংবাদিককে ৬ মাসের জেল দেয়া হয়।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সাংবাদিক শফিউজ্জামান রানা তার ছেলে শাহরিয়ার জাহানকে নিয়ে এডিপি প্রকল্পের কম্পিউটার ও ল্যাপটপ ক্রয়-সংক্রান্ত তথ্য চেয়ে তথ্য অধিকার আইনে ইউএনও কার্যালয়ে আবেদন জমা দেন।
এ সময় আবেদনটি কার্যালয়ের গোপনীয় সহকারী (সিএ) শীলার কাছে দিয়ে রিসিভড কপি (গ্রহণের অনুলিপি) চান। তখন শীলা তাকে অপেক্ষা করতে বলেন। অনেকক্ষণ অপেক্ষা করার পর শফিউজ্জামান আবার শীলার কাছে অনুলিপি চান।
শীলা জানান, ইউএনওকে ছাড়া রিসিভড কপি দেয়া যাবে না। পরবর্তীতে ওই সাংবাদিক জেলা প্রশাসককে মুঠোফোনে বিষয়টি জানান। এতে ইউএনও ক্ষুব্ধ হন এবং একপর্যায়ে নকলা থানা-পুলিশ ঘটনাস্থলে এসে ইউএনও ও সিএ শীলার সঙ্গে অসদাচরণের অভিযোগে সাংবাদিক শফিউজ্জামান রানাকে আটক করে।
পরবর্তীতে নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ ওই কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের কারাদণ্ড দেন।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            