বিনোদন ডেস্ক: বিজেপির নবনির্বাচিত সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রনৌত বরাবরই ঠোঁটকাটা স্বভাবের। অন্যায়ের প্রতিবাদ করতে তিনি কখনোই পিছপা হন না। এখন তার প্রতিবাদের ভাষা আরও কঠোর, আরও আত্মবিশ্বাসে ভরা।
সম্প্রতি তেমন প্রমাণ আবারও দিলেন কঙ্গনা, তার সম্পর্কে অভিনেতা অন্নু কাপুরের মন্তব্যের বিরোধিতা করে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে অন্নু কাপুর তার নতুন সিনেমা ‘হামারে বারাহ’র- প্রচারের সময় কঙ্গনার চড় কাণ্ড নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাওয়ায়, অন্নু কাপুর বলেছেন, ‘কে কঙ্গনা? কোনো নায়িকা নাকি! সুন্দরী?’ অন্নু কাপুরের এমন মন্তব্যেই রীতিমতো ক্ষেপেছেন অভিনেত্রী।
সোশাল মিডিয়ায় অন্নু কাপুরকে একহাত দেখে নিয়ে কঙ্গনা লিখলেন, ‘আপনারা কি অন্নু কপুরজির সঙ্গে একমত? আমরা কি সবসময়ই একজন সফল নারিকে ঘেন্না করি? যদি তিনি সুন্দরী হন তবে তাকে আরও ঘেন্না করি? এবং তিনি আরও বেশি শক্তিশালী হলে তাকে আরও বেশি ঘেন্না করি? এটাই কি সত্যি?’
চণ্ডীগড় বিমানবন্দরে কঙ্গনা রানাউতকে চড় মেরেছিলেন মহিলা জওয়ান কুলবিন্দর কৌর। ঘটনার পর কয়েকদিন কেটে গেলেও বিতর্কের আঁচ একই রকম রয়ে গিয়েছে। অভিনেত্রীর পাশে দাঁড়াতে দেখা গিয়েছে করণ জোহর, ঋত্বিক রোশনের মতো তারকাদের।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            