বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানের উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ফার্মাসিস্ট ও নাভারণ ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি নাজমুল হাসান,
নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা বিপুল, লক্ষণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারা খাতুন, উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, পুটখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফফার সর্দার,
কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের প্রভাষক আলীম রেজা বাপ্পি, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সরদার শাহরিন আলম বাদল, নাভারণ ডিগ্রী কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি ফেরদৌস চৌধুরী রাজু প্রমুখ।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            