আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পাহাড়ের সশস্ত্র আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের ইন্ধনে বিজিবি'র উপর হামলা চালিয়ে জব্দকৃত ১২ লাখ টাকাসহ আটককৃত দুইজনকে ছিনিয়ে নিয়ে গেল স্হানীয় এলাকাবাসী।
ছিনিয়ে নেয়া আটকৃতরা হলো পানছড়ি সীমানা পাড়া এলাকার প্রদীপ চাকমার ছেলে রিন্টু চাকমা (২৭) ও একই এলাকার সুমেন্ত চাকমার ছেলে ধনরঞ্জন চাকমা (২৩)।

বিজিবি সুত্রে জানা যায়, রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জেলার পানছড়ি উপজেলার পূজগাং বাজারে এ ঘটনা ঘটে।
রোববার রাত সাড়ে ১১টার দিকে বিজিবি'র দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এদিন সকাল ১০টার দিকে পানছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ লোগাং বিজিবি ক্যাম্প কর্তৃক একটি বস্তা ও দুইজন যাত্রীসহ রেজিষ্ট্রেশন বিহীন সন্দেহজনক একটি মোটরসাইকেল আটক করেন বিজিবি।
আটককৃতরা বস্তায় কি আছে জানতে চাইলে টাকা আছে বলে জানান, বিজিবি কর্তৃক স্থানীয় লোগাং ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য পুর্নজীবন চাকমা, ৪ নং ওয়ার্ড সদস্য মো. সাহেব আলী ও ৬ নং ওয়ার্ড সদস্য রিপন চাকমার উপস্থিতিতে বস্তার মুখ খোলে ১২ লাখ ৫০ হাজার টাকা পাওয়া যায়।
বস্তায় করে টাকা বহন করা ব্যক্তিদ্বয় টাকার উৎস ও মালিকানা সম্পর্কে সঠিক তথ্য দিতে ব্যর্থ হলে এসময় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে টাকা ও মোটরসাইকেল জব্দ করে বিজিবি সদস্যরা।
পরে বিকেল ৪.১০ মিনিটের দিকে আটককৃত ব্যক্তিদ্বয় এবং জব্দকৃত টাকা ও মোটরসাইকেল নিয়ে থানায় হস্তান্তরের উদ্দেশ্যে লোগাং থেকে বিজিবির একটি টহলগাড়ী পানছড়ি থানার উদ্যেশ্যে রওয়ানা দেয়।
পথিমধ্যে পূজগাং বাজার এলাকায় টহল গাড়ীটি পৌঁছলে ৫০০-৬০০ জনের একটি উপজাতি সন্ত্রাসীদল গাড়ির গতিরোধ করে। আসামি থাকা গাড়িতে হামলা করে দুজন আসামি এবং জব্দকৃত টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় গাড়িতে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিতে উদ্যত হয় তারা।
জব্দ করায়, এতে ক্ষিপ্ত হয়ে হামলা চালায় বিজিবি' র উপর, উগ্র হামলাকারীদের লাঠির আঘাতে ৯ বিজিবি সদস্য আহত হয়। আহত বিজিবি সদস্যরা বর্তমানে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ ঘটনায় ঘটনাস্থল থেকে এক সন্ত্রাসীকে আটক করেছে বিজিবি। ধারণা করা হচ্ছে, ভারত থেকে অবৈধ পথে গরু পাচার করে আনতেই এসব টাকা ব্যবহার করা হচ্ছিলো।
পরে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি ১৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, 'পুজগাং এলাকায় বিজিবির গাড়ী থামিয়ে আসামিসহ জব্দকৃত টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় আমরা প্রাথমিক সত্যতা পেয়েছি।
আমাদের পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিজিবির পক্ষ থেকে আমরা এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ আইনী পদক্ষেপ নেওয়া হবে।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            