ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা ভূখণ্ডের জাবালিয়া শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় ৩০ জন নিহত হয়েছেন। তাদের বেশির ভাগই নারী ও শিশু। এছাড়া আরও ২৭ জন আহত হয়েছেন।

রোববার (২২ অক্টোবর) গভীর রাতে এ শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

গাজার বেসামরিক প্রতিরক্ষা ইউনিটের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমায় বিধ্বস্ত ভবনের ধ্বংসাবশেষের নিচ থেকে ৩০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

তাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। ইসরায়েলি এ হামলায় অন্তত ২৭ জন আহত হয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজার ৮ টি শরণার্থী শিবিরের মধ্যে জাবালিয়া শরণার্থী শিবিরটি বৃহত্তম। রোববার গভীর রাতে এখানকারই একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলার পর অনেক হতাহতের ঘটনা ঘটেছে।

গাজার হাসপাতালগুলো থেকে জানানো হয়, চিকিৎসকরা আহতদের চিকিৎসা করতে কার্যত লড়াই করছে। আল জাজিরাকে উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক জানান, আমরা ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটে ভুগছি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের এ নির্বিচার হামলায় এ পর্যন্ত ৪৬৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে কেবল শিশুর সংখ্যাই ১৭০০ জনের বেশি। এছঅড়া আহত হয়েছেন ১৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

ইসরায়েল দাবি, তারা হামাসের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে তাদের এসব হামলায় হামাসের যোদ্ধাদের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন গাজার বেসামরিক মানুষ।

আল জাজিরা জানিয়েছে, ঘন বসতিপূর্ণ জাবালিয়া শরণার্থী শিবিরে ৩ টি স্কুল রয়েছে, যা ‘ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নেয়ার ইস্ট বা ইউএনডব্লিউআরএ’র মাধ্যমে পরিচালিত হয়ে থাকে।

এগুলোর মধ্যে কয়েকটি স্কুল শত শত বাস্তুচ্যুত পরিবারের আশ্রয়কেন্দ্রে রূপান্তরিত হয়েছে। এর আগেও এ শিবিরে বোমা বর্ষণ করে ইসরায়েল।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, গাজার ব্যস্ততম এলাকাগুলোর মধ্যে একটি বলে বিবেচিত এ ক্যাম্পের একটি বাজারে গত ৯ অক্টোবর ইসরায়েলি বিমান হামলায় কত সংখ্যক মানুষ নিহত হয়েছেন, তা এখনো জানা যায়নি।

ঐ ক্যাম্পের একজন বাসিন্দা বলেন, গত ২ সপ্তাহের ঘটনায় সব কিছু বদলে গেছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সোনার দাম আবার আকাশছোঁয়া, আজ থেকেই নতুন মূল্য কার্যকর

এক দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স...

খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবেলায় কোস্টাল ইয়ুথের প্রশিক্ষণ

সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে “ক্লায়েন্ট সেন্টার্ড হিউম্যানিট...

মৌলভীবাজারে পোস্টারবিহীন নির্বাচন, বেড়েছে স্বচ্ছতা

দেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টার ও ব্যানারবিহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বা...

কুলাউড়ায় মনু নদীর চর কেটে কোটি টাকার বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা, হাজিপুর ও রাজাপুর এলাকায় মনু নদীর চর...

পদত্যাগের ৫০ দিন পরও সরকারি বাসায় আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

গত বছরের ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছ...

টেকনাফে কোটি টাকার ইয়াবাসহ আটক ১০

কক্সবাজারের টেকনাফে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমা...

পেকুয়ায় ইয়াবাসহ গ্রেফতার ২

কক্সবাজার জেলার পেকুয়া থানায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২৬ পিস ইয়াব...

প্রতিটি ঘর থেকে বর্জ্য সংগ্রহ করে ক্লিন সিটি গড়তে হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে প্রতিটি ঘর থেকে নিয়মিত...

চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি শনিবার, রোববার আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

চট্টগ্রাম বন্দর বেসরকারিকরণের উদ্যোগ বাতিল না হলে শনিবার থেকে অপারেশনাল কার্য...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে : ফেনীর তিন সংসদীয় আসনে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফেনী জেলার তিনটি সংসদীয় আসনে সার্বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা