আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিন-ইসরাইল সংঘর্ষে এই পর্যন্ত কমপক্ষে ২২ সাংবাদিক নিহত হয়েছেন। এই তথ্য জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট।
কমিটি জানিয়েছে, ২০ অক্টোবর পর্যন্ত দু’দেশের অন্তত ৪ হাজার লোক মারা গেছে। এর মধ্যে ২২জন সাংবাদিক। খবর তাস’র।
সংস্থাটি আরও জানিয়েছে, ‘গাজায় ইসরাইলি সৈন্যদের স্থল হামলাসহ বিধ্বংসী বিমান হামলা, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, তীব্র বিদ্যুৎ সংকটের কারণে সব খবর সংগ্রহ করতে সাংবাদিকরা অনেক বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন।’
কমিটি বলছে, ২২ সাংবাদিকের নিশ্চিত মৃত্যু হয়েছে। এরমধ্যে ১৮ ফিলিস্তিনি, তিনজন ইসরাইলি এবং লেবাননের একজন। এছাড়া, আটজন আহত এবং তিনজন নিখোঁজ অথবা আটক রয়েছে বলে এই কমিটি জানিয়েছে।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            