মহান বিজয় দিবস উপলক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় কক্সবাজারের বিয়াম আঞ্চলিক কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কক্সবাজার জেলার পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারগুলোর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং তাদের সম্মাননা প্রদান করা হয়। আয়োজনটি ছিল আবেগঘন ও মর্যাদাপূর্ণ, যেখানে বিজয়ের চেতনা ও দেশপ্রেমের অনুভূতি স্পষ্টভাবে ফুটে ওঠে।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
আমারবাঙলা/এনইউআ