মনোহরদীতে কিন্ডারগার্ডেন ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর উদ্যোগে বার্ষিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় মনোহরদী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কিন্ডারগার্ডেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম কাঞ্চন জানিয়েছেন, চলতি বছর মনোহরদী উপজেলার ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭৭২ জন শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তিনি আরও জানান, ২০০৭ সাল থেকে এ বৃত্তি পরীক্ষা সাফল্যের সঙ্গে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। এটি পরীক্ষার্থীদের মধ্যে মেধাবিকাশে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পরীক্ষা চলাকালীন সময়ে এসোসিয়েশনের সভাপতি মোঃ রফিকুল ইসলাম কাঞ্চন, সাধারণ সম্পাদক জাকির হোসেন খোকা সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্রের গেটে পুলিশ মোতায়েনসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
উল্লেখ্য, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়ক বলে সংশ্লিষ্টরা মনে করেন। পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের অভিভাবকরা বিদ্যালয়ের বাইরে অবস্থান করতেন।
আমারবাঙলা/এসএবি