মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তৃতীয় লিঙ্গের মডেল জারা ইসলাম–এর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে জারা ইসলাম শ্রীমঙ্গল থানায় গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে অপপ্রচার এবং বিভিন্ন ফেসবুক আইডি থেকে পাওয়া হুমকির বিষয়ে অভিযোগ দায়ের করেন।
জিডিতে জারা উল্লেখ করেন, গত ১৪ নভেম্বর Surma Edition (সুরমা এডিশন) নামের একটি ফেসবুক পেজ থেকে তাঁর এবং তাঁর বন্ধু কেয়া সিনহার ছবি–ভিডিও সম্পাদনা করে একটি ভিডিও প্রকাশ করা হয়। এছাড়া বিভিন্ন নম্বর থেকে তাঁর হোয়াটসঅ্যাপে হুমকিমূলক বার্তাও পাঠানো হচ্ছে।
জারা ইসলাম জানান, তিনি শ্রীমঙ্গলে একটি বিউটি পার্লার পরিচালনা করেন এবং দেশের বিভিন্ন স্থানে মডেলিংয়ের সুবাদে তাঁর একটি পরিচিতি গড়ে উঠেছে।
তিনি আরও বলেন, “আমি তৃতীয় লিঙ্গের একজন অবহেলিত মানুষ হিসেবে কঠোর পরিশ্রম করে আজকের অবস্থানে এসেছি। আমার সফলতায় ঈর্ষান্বিত একটি মহল আমার সম্মানহানির চেষ্টা করছে। আমি এই সাইবার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
শ্রীমঙ্গল থানার এএসআই নাহিদুর রহমান বলেন, “এ ব্যাপারে একটি জিডি আমরা পেয়েছি। আইডিগুলো সনাক্তের চেষ্টা চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আমারবাঙলা/এফএইচ