চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ হওয়ার তিনদিন পর পাগলা নদী থেকে দশম শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। নিহত শিক্ষার্থী রাফি আল শাহাদাত হোসেন নাইম (১৬) শিবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও উজিরপুর আদর্শ কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলামের ছেলে এবং শিবগঞ্জ ফ্রিডোম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল আটটার দিকে পিতার ওপর অভিমান করে বাড়ি থেকে বের হন নাইম। এরপর বহু স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
রবিবার সকালে সদর উপজেলার ফুটানী বাজার এলাকায় পাগলা নদীতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ও গোদাগাড়ী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুপুর একটার দিকে লাশটি উদ্ধার করে। পরে লাশ শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের শেরপুর ভান্ডার গ্রামে পাঠানো হয়।
সদর থানার ওসি (তদন্ত) সুকমল দেব জানান, পারিবারিক কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
আমারবাঙলা/এফএইচ