দেশের চাবি আপনার হাতে’—এই স্লোগানকে সামনে রেখে সারাদেশে ঘুরছে ভোটের গাড়ি। এর লক্ষ্য গণভোট ও সংসদ নির্বাচন সম্পর্কে ভোটারদের সচেতন করা। সে কর্মসূচির আওতায় ভোটের গাড়ি এবার এসেছে লক্ষ্মীপুর জেলার উত্তর স্টেশনে। তবে এই ভোটের গাড়ি আসার বিষয়ে অনেকেই জানেন না।
মঙ্গলবার (৬ জানুয়ারি) কর্মসূচি শুরু হয় বেলা ১১টায় এবং শেষ হয় দুপুর ১২টায়।
গাড়ির সামনে উপস্থিতরা জানান, এখানে এসে তারা ভোটাধিকার প্রয়োগ ও গণভোট সম্পর্কে জানতে পেরেছেন।
তবে অনেকেই বলছেন, একটি জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই উদ্যোগটি গুরুত্বপূর্ণ। কিন্তু সীমিত সময়ের এই কার্যক্রম জেলা শহরের সিংহভাগ মানুষের মাঝেও পৌঁছাতে পারেনি।
গণতন্ত্র শক্তিশালী করতে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কর্মসূচি জরুরি। তবে সচেতন মহলের মতে, এসব কর্মসূচি হতে হবে আরও অন্তর্ভুক্তিমূলক এবং পর্যাপ্ত সময় নিয়ে।
আমারবাঙলা/এসএবি