চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় রেজাউল করিম (৪৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার পদুয়া সিকদার দীঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল করিম কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়ার বাসিন্দা সৈয়দ আহমদের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রলির নিচে পড়ে যায়। দুর্ঘটনার পর ট্রলি চালক গ্রামীণ সড়ক দিয়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া দিয়ে ট্রলিটি আটক করে, তবে চালক পালিয়ে যায়।
নিহতের ছোট ভাই মুবিনুল করিম জানান, মঙ্গলবার সকালে পরিবারের এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে সাতকানিয়ার বাঁজালিয়া এলাকা থেকে তিন ভাই মোটরসাইকেলে করে চকরিয়ার দিকে যাচ্ছিলেন। পদুয়া সিকদার দীঘিরপাড় এলাকায় পৌঁছালে বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রলির ধাক্কায় বড় ভাই রেজাউল করিম সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিসের সদস্য ও দোহাজারী হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে, তবে চালককে আটক করা সম্ভব হয়নি।
আমারবাঙলা/এনইউআ