আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তেলেঙ্গানায় একটি রাসায়নিক কারখানায় চুল্লি বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত ও ১০ জন আহত হয়েছে। বুধবার সাঙ্গারেড্ডি জেলায় এ ঘটনা ঘটেছে।
কর্মকর্তারা এনডিটিভিকে জানিয়েছেন, আরও বেশ কয়েকজন এখনও আটকা পড়ে আছেন। সেই হিসাবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় তথ্য অনুযায়ী বিস্ফোরণের সময় ভবনে ৫০ জন লোক ছিল। আহতদের সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রাপ্ত ছবিতে বিস্ফোরণের তীব্রতা দেখা গেছে। একটি ছবিতে ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।নিহতদের মধ্যে একজন কারখানার ম্যানেজার বলে ধারণা করা হচ্ছে। কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভবনটির আরেকটি চুল্লি পরবর্তীতে বিস্ফোরিত হতে পারে বলে আশঙ্কা রয়েছে। কর্তৃপক্ষ আশেপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া শুরু করেছে।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            