ছবি-সংগৃহীত
খেলা

বাজে বোলিংয়ে হতাশ অধিনায়ক সাকিব

ক্রীড়া প্রতিবেদক : ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ১৩ তম আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে শুরুতেই উইকেট থেকে সুবিধা নিতে না পারায় বড় ব্যবধানে হারতে হয়েছে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

ম্যাচ শেষে সাকিব বলেন, ‘গতকাল রাতে কিছুটা বৃষ্টি হয়েছিলো, এজন্য টস জয়টা ভালো ছিলো। উইকেট পেসারদের জন্য সহায়ক ছিল কিন্তু আমাদের শুরুটা ভাল হয়নি।’

তিনি আরও বলে, ‘আপনি যখন তাদের সুযোগ দিবেন তারা অবশ্যই আপনার উপর আক্রমণাত্মক হয়ে উঠবে। আমরা শেষ ১০ ওভারে ভালো করেছি, কিন্তু ৩৫০ রান তাড়া করা সবসময়ই কঠিন।’

এমন কন্ডিশন সাধারনত বল সুইং করার জন্য আদর্শ। কিন্তু পেসাররা সেটি করতে না পারায় ইংল্যান্ড ওপেনার মালান অনায়াসে রান করে গেছে।

মালানের ক্যারিয়ার সেরা ১০৭ বলে ১৪০ রানের ইনিংসের কল্যাণে ৯ উইকেটে ৩৬৪ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। এত বড় লক্ষ্য নিজেদের ইতিহাসে কখনও তাড়া করতে পারেনি বাংলাদেশ। মূলত ম্যাচের ভাগ্য এখানেই নির্ধারিত হয়ে যায়। ১০ বাকী থাকতে ২২৭ রানে অলআউট হয়ে ১৩৭ রানে বড় ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ।

সাকিব বলেন, ‘আমাদের ভালো পরিকল্পনা ছিল। কিন্তু আমরা সেটা বাস্তবায়ন করতে পারিনি। বল ভালোভাবে সুইং করছিল, সঠিক জায়গায় বোলিং করা এবং মোমেন্টাম ধরা প্রয়োজন ছিলো। কিন্তু তারা একবার মোমেন্টাম পাওয়ার পর তাদের আটকানো কঠিন ছিলো।’

একই উইকেটে কিভাবে বল করতে হবে সেটি দেখিয়েছেন রিচ টপলি। দু’দিকেই বল সুইং করে ৪৩ রানে ৪ উইকেট নেন তিনি। প্রথম স্পেলে ৩ উইকেট নিয়ে ৪৯ রানে বাংলাদেশের চার ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠান টপলি। শুরুতেই চাপে পড়ে যাওয়ায় পরবর্তীতে আর ম্যাচে ফিরতে পারেনি টাইগাররা।

নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পারেননি বলে স্বীকার করেছেন বাংলাদেশের পেস বোলিংয়ের নেতৃত্ব দেয়া তাসকিন আহমেদ। তিনি বলেন, ‘কন্ডিশন পেস বোলারদের পক্ষে থাকার পরও সেটি আমরা ভালোভাবে কাজে লাগাতে পারিনি, এটি আমাদেরই ব্যর্থতা।’

আউটফিল্ডের বাজে অবস্থার কারণে বোলিং রান আপে সমস্যা হচ্ছিলো তাসকিন ও অন্যান্য বোলারদের। কিন্তু এটিকে অজুহাত হিসাবে দেখতে চান না তাকসিন। কারণ একই পরিস্থিতিতে সাফল্য পেয়েছে ইংল্যান্ডের বোলাররা।

তাসকিন বলেন, ‘আমি এটিকে অজুহাত হিসাবে দাড় করাতে চাই না। আমরা ভালো করতে পারিনি এবং এতটুকুই। তবে আমরা ঘুড়ে দাঁড়ানোর চেষ্টা করবো।’

ডেথ ওভারে শেষ ৬০ বলে ৬৬ রানে ৬ উইকেট নিয়ে দারুনভাবে লড়াইয়ে ফিরেছিলো বাংলাদেশের বোলাররা। কিন্তু ততক্ষণে ম্যাচের লাগাম হাত থেকে বেড়িয়ে যায়।

সাকিব বলে রানটা ৩২০ হলে চেজ করা সম্ভব ছিল। তিনি বলেন, ‘আমার মনে হয় তারা যে অবস্থায় ছিল তাতে তাদের রানটা ৩৮০-৩৯০ রান হতে পারতো। কিন্তু আমরা শেষদিকে তাদের আটকাতে পেরেছি। আমি মনে করি, ৩২০ রান তাড়া করার মত ছিলো।’

প্রথম ম্যাচে আফগানিস্তান ৬ উইকেটে হারিয়ে বিশ^কাপ শুরু করেছিলো বাংলাদেশ। ইংল্যান্ডের কাছে হার আত্মবিশ^াসে ধাক্কা খেলেও আগামী শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করার ব্যাপারে আশাবাদী সাকিব।

সাকিব বলেন, ‘এটি একটি বড় টুর্নামেন্ট। চেন্নাইয়ে আমাদের একটি কঠিন ম্যাচ আসছে। নিউজিল্যান্ড ভালো ক্রিকেট খেলছে। আমাদের সামনে এগিয়ে যেতে হবে। কাজগুলো সঠিকভাবে করতে হবে এবং একই সাথে ম্যাচে ভালো করতে হবে।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সড়ক, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান থেকে বঞ্চিত মৌলভীবাজার-১ আসনের মানুষ

মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-১ আসন। প্রায় সাড়ে তিন...

বড়ভাইকে হত্যার ১৫ বছর পর গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় আপন বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাত...

মৌলভীবাজারে নরমাল ডেলিভারিতে শীর্ষে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্যসেবা বিষয়ক ওয়েবসাইট DHIS2–এর তথ্যানুসারে,...

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনিশ্চয়তা কী বলছে বিসিসিআই

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচনা মাত্র কয়েকদিন দূরে। ৭ ফেব্রুয়ারি থেকে ভার...

বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ,নোয়াখালীতে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে মো. আরিফ হ...

চট্টগ্রামে পোস্টাল ব্যালট বক্স প্রস্তুত ও লক কার্যক্রম সম্পন্ন

পোস্টাল ভোটিং কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের ১০টি সংসদীয় আসনের জন্য ব্যাল...

টানা ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিন

পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার লক্ষ্যে কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রবাল দ্ব...

ফাগুন উৎসব: বসন্তের রঙে বাঙালির প্রাণের জাগরণ

আসছে বাংলা বর্ষপঞ্জির এক অনন্য মাস ফাল্গুন। শীতের স্থবিরতা কাটিয়ে প্রকৃতিতে য...

চট্টগ্রাম কারাগারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক থাকা আব্দুর রহমান মিয়া (৭০) নামে এক হাজতির...

রাষ্ট্র ক্ষমতায় আসতে পারলে একটি দল নারীদের ঘরবন্দি করবে: ইশরাক

একটি দল রাষ্ট্র ক্ষমতায় আসতে পারলে নারীদের স্বাধীনতা হরণ করবে বলে অভিযোগ করেছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা