কৃষিজমির উর্বর টপসয়েল সংরক্ষণ ও অবৈধ মাটি উত্তোলন প্রতিরোধে বাঁশখালীতে মোবাইল কোর্ট অভিযান চালানো হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন।
অভিযানকালে উপজেলার পুইছড়ি ইউনিয়নের পূর্ব পুইছড়ি ৫নং ওয়ার্ডে আবাদযোগ্য জমির উর্বর মাটি কেটে স্তূপ করে রাখার অভিযোগে শফিউল আজম (৪৭) নামের এক ব্যক্তিকে মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযানকালে বাঁশখালী থানা পুলিশের একটি দল প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে।
প্রশাসনের কর্মকর্তারা জানান, কৃষিজমির উর্বরতা রক্ষা এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
আমারবাঙলা/এনইউআ