নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের ওপর মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। মানুষ মন থেকে সরকারের পরিবর্তন চায় বলে বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, মানুষের জীবন অতিষ্ঠ।মানুষ আর একদিনও এই সরকারকে দেখতে চায় না।
তিনি বলেন, জগদ্দল পাথরের মতো এক দানব সরকার এই জাতির উপর চেপে বসেছে।এরা দেশের সব অর্জনগুলো ধ্বংস করে দিয়েছে।
ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রসঙ্গে তিনি বলেন, জাফরুল্লাহ একটা মানবিক রাষ্ট্র চেয়েছিলেন, যেখানে মানুষের ভোটাধিকার থাকবে।মানুষ তার মর্যাদা নিয়ে বাঁচবেন।
তরুণদের আহ্বান জানিয়ে ফখরুল বলেন, আসুন মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে লড়াই করি।সবাই মিলে সংগ্রাম করে স্বৈরাচার মুক্ত করি বাংলাদেশ।সময় খুব কম।আসুন ঐক্যবদ্ধ হই, বিজয় আমাদের সুনিশ্চিত।
এবি/ওশিন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            