ফেনীতে প্রথমবারের মতো আহত অবস্থায় পাওয়া নির্বিষ দাঁড়াশ সাপের একটি বাচ্চার এক্সরে করা হয়েছে— যা এ অঞ্চলে প্রথম এবং দেশে একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
ফেনী জেলার একটি গ্রামে শিশুরা আহত সাপটি দেখতে পেয়ে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করে WSRTBD-এর সেক্রেটারি নজরুল ইসলাম অয়ন–এর সঙ্গে। তিনি নিশ্চিত করেন এটি একটি নির্বিষ এবং কৃষকের বন্ধু হিসেবে পরিচিত দাঁড়াশ সাপ।
সাপটির আঘাত গুরুতর মনে হওয়ায় নজরুল ইসলাম অয়ন ফেনী জেলা প্রাণীসম্পদ দপ্তরের চিকিৎসকের সঙ্গে কথা বলেন। পরে আঘাতের সঠিক ধরন নির্ণয়ের জন্য সাপটিকে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে এক্সরে করানো হয়। হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা বিষয়টিতে আগ্রহ দেখান, এমনকি হাসপাতালের এমডিও এসে সরাসরি সহযোগিতা করেন।
বর্তমানে আহত সাপটি নজরুল ইসলাম অয়নের তত্ত্বাবধানে রয়েছে। তিনি জানান, সাপটি সুস্থ হলে এটিকে পুনরায় প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া হবে।
আমারবাঙলা/এফএইচ