ছবি: সংগৃহীত
সারাদেশ

ফেনীতে এনজিওর কিস্তির চাপে গৃহবধূর আত্মহত্যা

ফেনী প্রতিনিধি

ফেনীতে ক্ষুদ্রঋণ প্রদানকারী এনজিও 'মমতা'র কিস্তির চাপ ও হুমকির জেরে ফেরদৌস আরা বেগম (৪৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (২৭ জুলাই) দুপুরে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের পশ্চিম বিজয়সিংহ ফকির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ফেরদৌস আরা ওই বাড়ির গিয়াস উদ্দিনের স্ত্রী।

নিহতের পরিবার ও থানায় মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে ছেলেকে বিদেশ পাঠাতে ‘মমতা’ থেকে তিন লাখ টাকা ঋণ নেন ফেরদৌস আরা। মাসে ২১ হাজার টাকা কিস্তি হিসেবে গত পাঁচ মাস নিয়মিত পরিশোধ করলেও ১৩ জুলাই ষষ্ঠ কিস্তি পরিশোধে ব্যর্থ হন তিনি। ওই দিনই এনজিওটির ফেনী সদর শাখার ফিল্ড অফিসার ওমর ফারুক তাকে কড়া ভাষায় হুমকি দেন।

স্বামী গিয়াস উদ্দিন জানান, “২৭ জুলাই সকাল ১০টার দিকে ওমর ফারুক আবার কিস্তি চাইতে আসেন। আমরা ৮ হাজার টাকা দিতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে গালমন্দ করেন এবং বিকেলের মধ্যে বাকি টাকা না দিলে মামলা করে জেলে পাঠানোর হুমকি দেন।”

এ ঘটনার দুই ঘণ্টা পর, দুপুর ১২টা ৩০ মিনিটে রান্নাঘর থেকে ফেরদৌস আরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে তাঁকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বোন সীমা আক্তার বলেন, ফেরদৌস শুধু মমতা থেকে ঋণ নিয়েছেন। সময়মত পরিশোধ করতে না পেরে নিজেই মানষিকভাবে ভেঙে পড়েন।

মমতার কার্যালয়ে গিয়ে অভিযুক্ত ফিল্ড অফিসার ওমর ফারুকের দেখা মেলেনি। বক্তব্যের জন্য মুঠোফোনে ফোন দেয়া হলে, তিনি ফোন রিসিভ করেননি।

এনজিও সংস্থা মমতার সহকারি পরিচালক মো. শাহে এমরান বলেন, ফেরদৌস আরা বেগম মমতার একজন নিয়মিত সদস্য। ঋণের কিস্তি নিয়ে ফিল্ড অফিসারের সাথে ভুলবুঝাবুঝির বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে।

নিয়মিত সদস্যের মৃ-ত্যুর কারণে মমতার গ্রাহক বিধি অনুযায়ী ফেরদৌস বেগমের পরিবার ঋণ মওকুফসহ প্রাপ্ত সুবিধা পাবেন।

ফেনী থানার ওসি মো. শামছুজ্জামান বলেন, ঋণের কিস্তি নিয়ে মানষিক চাপে ছিলেন নিহ-ত গৃহবধূ ফেরদৌস আরা বেগম। এরই জেরে আত্মহননের পথ বেঁচে নিয়েছেন মর্মে লিখিত অভিযোগ দিয়েছেন নিহতের স্বামী।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘হ্যাঁ’ ‘না’ পোস্টে সরগরম ফেসবুক 

সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুকে তোলপাড় চলছে ‘হ্যাঁ’ ‘না&rsqu...

হামাসের নিরস্ত্রীকরণ প্রশ্নে প্রায় ৭০ শতাংশ ফিলিস্তিনি ঘোরবিরোধী

হামাস নিরস্ত্র হোক, চান না ৭০ শতাংশ ফিলিস্তিনি বেশির ভাগ ফিলিস্তিনি...

সকাল থেকে মেট্রোরেলের চলাচল স্বাভাবিক

যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার (২৯ অক্টোবর) রাতে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় রাজধা...

আগামী জাতীয় নির্বাচনে এআই অপপ্রচার মোকাবিলাই বড় চ্যালেঞ্জ 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় নি...

ইংল্যান্ডকে হারিয়ে নারী বিশ্বকাপে ইতিহাস দক্ষিণ আফ্রিকার

আক্ষেপ ঘুচল দক্ষিণ আফ্রিকার মেয়েদের। প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের ফা...

একদিনের ব্যবধানে আবারোও বাড়লো সোনার দাম

দেশের বাজারে এক দিনের ব্যবধানে সোনার দাম বৃদ্ধি পেয়েছে ভরিতে ৮ হাজার ৯০০ টাকা...

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় নির্বাচন কমিশন (ইসি) ‘শাপলা কলি&rsq...

কমিটি বাতিলের দাবিতে ফরিদপুরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর...

নরসিংদী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে হামলা

নরসিংদীতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।...

বিএনপি বিবাহে রাজি হয়েছে, কাবিননামায় সাইনও করেছে; 'না' বলার অপশন নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "...

লাইফস্টাইল
বিনোদন
খেলা