নোয়াখালী শহরের পানি নিষ্কাশন, খাল খনন এবং অবৈধ দখলমুক্ত করতে দ্রুত পদক্ষেপ চেয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে দলটির জেলা শাখা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। বক্তব্য দেন জামায়াতের জেলা আমির ইসহাক খন্দকার, সেক্রেটারি মাওলানা বোরহানউদ্দিন ও সাবেক আমির ডা. বোরহানউদ্দিন।
নেতারা বলেন, খাল খননের নামে সরকারি অর্থ অপচয় হচ্ছে। কৃষি, মৎস্য ও জলাবদ্ধতা রক্ষায় অবৈধ দখলদারদের উচ্ছেদ জরুরি বলে দাবি জানান তারা।
আমার বাঙলা/এফ এইচ