আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুর দেড়টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়েছে।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে দলের চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাবেক নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ জকরিয়া এবং আইন সহায়তা উপকমিটির প্রধান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল অংশগ্রহণ করছেন। নির্বাচন কমিশনের পক্ষে সিইসির সঙ্গে উপস্থিত রয়েছেন সিনিয়র সচিব আখতার আহমেদ।
সূত্রের তথ্য অনুযায়ী, বৈঠকে মূলত নির্বাচনের প্রস্তুতি, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া, বিএনপি সম্ভবত নির্বাচন কমিশনের কাছে কয়েকটি সুনির্দিষ্ট দাবি বা প্রস্তাব উত্থাপন করবে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপির এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বৈঠক শেষে বিএনপি প্রতিনিধিরা সাংবাদিকদের ব্রিফিংয়ে আলোচনার বিস্তারিত তুলে ধরবেন, যা থেকে নির্বাচন কমিশনের প্রতিক্রিয়ার ধারা জানা যাবে।
আমারবাঙলা/এসএবি