আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে শক্তিশালী ৬ মাত্রার ভূমিকম্প 

আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে ভূমিকম্পটি আঘাত হানে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কেন্টাবারির অ্যাসবার্টন লেক অঞ্চল, যা ক্রাইস্টচার্চ থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। আর মাটি থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

যদিও ভূমিকম্প বিষয়ক পর্যবেক্ষক সংস্থা জিওনেট জানিয়েছে, মাটি থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১১ কিলোমিটার। ওই এলাকাটি ঐতিহাসিকভাবেই ৫ মাত্রার বেশি ভূমিকম্পের জন্য পরিচিত বলেও জানায় সংস্থাটি।

জানা গেছে, ভূমিকম্পটির তীব্রতা এতই বেশি ছিল যে ১২০ কিলোমিটার দূরের ক্রাইস্টচার্চ এবং উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটার দূরের ডানেডিনে এর কম্পন অনুভব করেন হাজারো মানুষ।

দেশটির নাগরিকরা জানিয়েছেন ভূমিকম্পটি এক মিনিটেরও বেশি সময় ধরে স্থায়ী হয়েছিল। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ডেইলি মেইলের খবরে বলা হয়, প্রাথমিক অবস্থায় বলা হয় যে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৮। পরে এই তথ্য পরিবর্তন করে বলা হয়, এটি ছিল ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প। কিন্তু পরবর্তীতে জিওনেট জানায়, বুধবার আঘাত হানা ভূমিকম্পটি ছিল ৬ দশমিক ২ মাত্রার।

এর আগে, ২০১১ সালে ক্রাইস্টচার্চে ৬ দশমিক ২ মাত্রার এক ভূমিকম্পে দুই শতাধিক মানুষ নিহত হন। সেসময় বহু হতাহতের পাশাপাশি ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

ভৌতিক গল্প নিয়ে কানাডায় নুহাশ

হরর, অতিপ্রাকৃত, ফ্যান্টাসি ঘরানার সিনেমা নিয়েই মূলত কানাডার ফ্যান্টাজিয়া আন্...

এক সিদ্ধান্তেই বদলে গেল জীবনটা

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘মাসান’। সমালোচকপ্রিয় ও বহুল প্রশংসিত এ...

ফিরেই দলকে নাটকীয় জয় এনে দিলেন মেসি

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই পুরোনো চেহারায় দেখা গেল লিওনেল মেসিকে। বাং...

নাঈম এবার অস্ট্রেলিয়া সফরে

বৈশ্বিক টুর্নামেন্ট বাদ দিলে বাংলাদেশ শেষবার অস্ট্রেলিয়ায় সিরিজ খেলেছে ২০০৮ স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা