চট্টগ্রাম সিটি করপোরেশন ও নগর পরিকল্পনা সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নগরীর বিভিন্ন এলাকায় নকশা বহির্ভূত নির্মাণ বন্ধে তীব্র অভিযান চালিয়েছে। এর অংশ হিসেবে রেইনবো ডেভেলপার নামে একটি কোম্পানির অফিস সিলগালা করা হয়।
গতকাল বুধবার চট্টেশ্বরী, মেহেদীবাগ ও লাভলেইন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডেভেলপার প্রতিষ্ঠানের অফিস ছাড়াও সাতটি ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলা হয়। পাশাপাশি অবৈধভাবে নির্মিত স্থাপনা সমূহের মালিকদের কাছ থেকে সাড়ে নয় লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ভবন মালিকেরা নিজেদের উদ্যোগে অবৈধ অংশ ভেঙে অপসারণ করার অঙ্গীকারও দেন।
অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন ও অথরাইজড অফিসার–২ তানজিব হোসেন।
তানজিব হোসেন জানান, মেহেদীবাগ এলাকায় অনুমোদিত নকশার বিপরীতে ভবন ব্যবহারের মাধ্যমে হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার না করার জন্য ভবন মালিকদের সতর্ক করা হয়েছে। অনুমোদন ছাড়া কোনো হাসপাতাল নির্মাণ করা হলে সিডিএ কঠোর ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, “আমরা চট্টগ্রামকে একটি পরিকল্পিত ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে চাই। এই ধরনের অভিযান চলমান থাকবে।”
অভিযানে সিডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ইমারত নির্মাণ কমিটির চেয়ারম্যান এ জি এম সেলিম, সহকারী অথরাইজড অফিসার মোহাম্মদ ইলিয়াছ আক্তার, মোহাম্মদ হামিদুল হক, ইমারত পরিদর্শক মোহাম্মদ তোফায়েল হোসেন, বিমান বড়ুয়া, এ এস এম মিজান, মোহাম্মদ শাহদাত হোসাইন, মোহাম্মদ আবু জাফর ইকবাল, সৈকত চন্দ্র পাল, গৌরাঙ্গ চন্দ্র পাল, মিথু চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
আমারবাঙলা/এনইউআ