ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ে দলীয় নেতাকর্মীদের আরও তৎপর ও সক্রিয় করতে বাগেরহাটের মোরেলগঞ্জে বর্ধিত সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রবিবার (৪ জানুয়ারি) উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বেলা ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সোমনাথ দে।
উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় পৌরসভা ও উপজেলার ১৬টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
সভা শুরুর আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় সহসভাপতি ড. কাজী মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফকির রাসেল আল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সহসভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
আমারবাঙলা/এসএবি