ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা: আমিরুল ইসলাম
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় জুলাই আন্দোলনের এক শহীদ পরিবারের একজন নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার গোয়াতলা ইউনিয়নের ছনাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন শহীদ পরিবারের সদস্য ইয়াসিন মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ৩৮ কাঠা জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। আজ সকালে এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইয়াসিন মিয়া মারা যান। বাকি ৩ জনকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন — রুবেল, ফিরোজ, নাজিমুদ্দিন, রুজিনা, লিপি ও মরজিনা। ঘটনার পর ধোবাউড়া উপজেলার ভূমি অফিসার হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।
ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-মামুন সরকার বলেন,ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন।
আমার বাঙলা/আরএ