ছবি: আমার বাঙলা
সারাদেশ
আজ সকাল ১০টায় শুরু, বক্তব্য দেবেন তারেক রহমান

চার স্তরের নিরাপত্তায় পলোগ্রাউন্ডে বিএনপির মহাসমাবেশ

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আজ রোববার বিএনপির নির্বাচনী মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় শুরু হতে যাওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২১ বছর পর তার চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে নগরজুড়ে নেওয়া হয়েছে কঠোর ও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

সমাবেশ ঘিরে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বিমানবন্দর থেকে হোটেল রেডিসন এবং সেখান থেকে পলোগ্রাউন্ড পর্যন্ত তারেক রহমানের যাতায়াতের প্রতিটি রুটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট রাস্তাগুলোতে রুট প্রোটেকশনের পাশাপাশি বহুতল ভবনের ছাদে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নগরীতে অতিরিক্ত পুলিশ, ট্রাফিক পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছেন। মোবাইল টিম ও চেকপোস্টগুলো সার্বক্ষণিক তৎপর রয়েছে। অনাহূতভাবে রাস্তার পাশে কোনো গাড়ি পার্কিং করতে দেওয়া হচ্ছে না।

এদিকে সমাবেশ উপলক্ষে সিএমপি কমিশনার হাসিব আজিজ নগরীতে দুদিনের জন্য ড্রোন ও প্ল্যাকার্ড বহন নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন। শনিবার রাতে তিনি নিজেই সমাবেশস্থল পরিদর্শন করে সিনিয়র পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সিএমপি কমিশনার বলেন, “আমরা সর্বোচ্চ নিরাপত্তা বলয় তৈরি করেছি। তারেক রহমান যেসব রুট ব্যবহার করবেন, সেখানে চার স্তরের নিরাপত্তা থাকবে। পুলিশ, গোয়েন্দা সংস্থা ও অন্যান্য বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।”

এর আগে চট্টগ্রাম সফরে এসে পুলিশের মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলমও সমাবেশের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

অন্যদিকে, সমাবেশস্থলে শৃঙ্খলা রক্ষায় মহানগর বিএনপির উদ্যোগে পাঁচ শতাধিক নেতাকর্মীর একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম ও মনজুরুল আলম মনজুর নেতৃত্বে ২০টি ওয়াকিটকি ব্যবহার করে এই টিম মাঠের ভেতর ও বাইরে দায়িত্ব পালন করবে।

সব মিলিয়ে বিএনপির এই মহাসমাবেশ ঘিরে চট্টগ্রাম নগরীতে বিরাজ করছে কড়া নিরাপত্তা ও বাড়তি সতর্কতা।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নির্বাচনি প্রচারণায় সোমবার কুষ্টিয়ায় আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আগামী...

কাউয়াদিঘি হাওরপাড়ের কৃষকদের চিন্তার ভাঁজ

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাউয়াদিঘি হাওরের পূর্ব দিকে জালালপুর পেটুর বন এল...

জামায়াতের তুলনায় বিএনপিতে পাকিস্তানপন্থী রাজাকার বেশি : ডা. সুলতান আহমদ

বরগুনা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. সুলতান...

নোয়াখালীতে বিএনপির নেতাকর্মীদের মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে নিহত মিজানুর রহমান রনি (৩৫) হত্যাকাণ্ডকে কেন্দ্...

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: কাতারে টাইফুন যুদ্ধবিমান পাঠাল যুক্তরাজ্য

ইরানকে ঘিরে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা বাড়তে থাকায় উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা...

বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সিদ্ধান্ত মেনে নিল বিসিবি, আইনি পথে যাচ্ছে না বোর্ড

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড অংশ নেবে&mda...

রাত ৮টার পর নির্বাচনী প্রচারণায় মাইক ব্যবহার নিষিদ্ধ: ইসি

নির্বাচনী প্রচারণায় রাত ৮টার পর মাইক ও লাউডস্পিকার ব্যবহার করা যাবে না বলে স্...

চট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশ ঘিরে পলোগ্রাউন্ডে নেতাকর্মীদের ঢল

চট্টগ্রামে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের মহাসমাবেশকে কেন্দ্র করে নগরের পলোগ...

আমি এসেছি একজন সন্তান হিসেবে”—দাগনভূঞায় বাবার পক্ষে গণসংযোগে তাবিথ আউয়াল

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ফেনী–৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব...

চার স্তরের নিরাপত্তায় পলোগ্রাউন্ডে বিএনপির মহাসমাবেশ

চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আজ রোববার বিএনপির নির্বাচনী মহাসমা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা