ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হোসেন আলী ও আলী হোসেন।
সারাদেশ

চলন্ত বাসে কুবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, দুজনের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীকে ‘চলন্ত বাসে’ ধর্ষণচেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন– মো. হোসেন আলী (২৫) ও মো. আলী হোসেন (২৩)।

পুলিশ বলছে, এ ঘটনায় তিনজন পলাতক রয়েছে। তারা হলেন– পিচ্চি রাসেল, নূর আলম ও সৌরভ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে ওই ছাত্রী ঢাকায় যেতে কোটবাড়ি বিশ্বরোড থেকে 'স্বাধীন সেন্টমার্টিন পরিবহনে' ওঠেন। বাসটি পদুয়ার বাজার বিশ্বরোড থেকে ইউটার্ন নেওয়ার কথা বলা থাকলেও ওই ছাত্রীকে নিয়ে চৌদ্দগ্রামের দিকে চলে যায়। এরপর সুয়াগাজী এলাকা থেকে আবার পদুয়ার বাজারে ফিরে আসে। তখন বাসে ছিল চালক ও হেল্পারসহ পাঁচজন। তারা বাসে একা পেয়ে ওই শিক্ষার্থীর গলায় ছুরি ধরে গহনা ও টাকাপয়সা ছিনিয়ে নেন। এক পর্যায়ে তারা ধর্ষণের চেষ্টা চালায়।

উপাচার্য অধ্যাপক মো. হায়দার আলী বলেন, ‘হাত-পা বেঁধে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। বাস থেকে ফেলে দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

তিনি আরো বলেন, ‘এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন, তিনি অপরাধীদের দুই বছরের অজামিনযোগ্য জেল দিয়েছেন। এছাড়া পুলিশ ঘোষণা দিয়েছে, তারা এক মাসের মধ্যে মামলার অভিযোগ জমা দেবে।’

সদর দক্ষিণ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনা দেখে ও শুনে সত্য প্রমাণিত হওয়ায় তাদের সাজা দেওয়া হয়েছে। বাকিদের বিষয়ে অভিযোগ দিলে পুলিশ ব্যবস্থা নেবে।’

সজিব তালুকদার বলেন, ‘গ্রেপ্তার দুজন অপরাধ স্বীকার করেছেন। তারা যেহেতু যৌন নিপীড়নের সময় বল প্রয়োগ করেছিল, তারা সুযোগ পেলে ধর্ষণ করত। তবে তারা সেটি পারেনি।’

কুমিল্লা জেলার পুলিশ সুপার বলেন, ‘পলাতক তিনজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশা করি, পুলিশ প্রশাসনের কোনো গাফিলতি থাকবে না।’

শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্ত পাঁচজন ওই ছাত্রীকে হাত-পা বেঁধে ফেলে দেওয়ার চেষ্টা করলে তা স্থানীয় এক ব্যক্তি দেখে ফেলেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খবর দেন। পরে শিক্ষার্থীরা গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করেন৷

ঘটনার পর শিক্ষার্থীরা ৯৯৯ ফোন দিলে পুলিশ আসে। শিক্ষার্থীরা বাস মালিক এবং অভিযুক্ত বাকি দুজনকে ক্যাম্পাসে নিয়ে আসার দাবি জানান।

পুলিশ শিক্ষার্থীদের দাবি মানতে অস্বীকৃতি জানালে দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। একপর্যায়ে শিক্ষার্থীদের দাবি না মানায় ঘটনাস্থলে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা আলোচনায় বসলে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তদের দুই বছর কারাদণ্ড দেয়।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে পুলিশের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

নরসিংদীর মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কা...

কুষ্টিয়ায় আচরণবিধি লঙ্ঘনে বিএনপি প্রার্থীর পোস্টারে ৮ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি মনোনীত এক সংসদ সদস্য প্রার্থ...

জকসু নির্বাচন তো হলো, কিন্তু নির্বাচিতরা বসবেন কোথায়

প্রতিষ্ঠার পর প্রথম ছাত্র সংসদ নির্বাচন হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, তাতে যে প...

লোকালয়ে ঢুকে পড়ছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক বছরে উদ্ধার ৬৭টি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন লোকালয় থেকে গত এক বছরে মোট ৬৭টি বন্যপ্...

নির্বাচন জনগণের হাতছাড়া হলে পুনরায় তা ফিরবে কবে কেউ জানে না: শফিকুর রহমান

এবারের নির্বাচন জনগণের হাতছাড়া হলে পুনরায় তা ফিরবে কবে, কেউ জানে না এমন মন্ত...

মীরসরাইয়ে বরযাত্রীবাহী হায়েস দুর্ঘটনা: নিহত ১, আহত অনেকে

চট্টগ্রাম মীরসরাইয়ের বারইয়ারহাট-রামগড় সড়কের বাদামতলা এলাকায় একটি বরযাত্...

আনোয়ারায় সরকারি কাজে চাঁদাবাজি: " ট্যাটু সোহেল" গ্রেপ্তার

আনোয়ারায় সরকারি উন্নয়নকাজে চাঁদা দাবি ও শ্রমিকদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় প্...

অস্ত্র নিয়ে ঘরে লুকিয়ে থাকা সাজাপ্রাপ্ত আসামিকে যেভাবে ধরল পুলিশ

বান্দরবানের লামা উপজেলার চংবট মুরুং পাড়া থেকে একনলা বন্দুকসহ সাজাপ্রাপ্ত আসাম...

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত আফনানের অবস্থা সংকটাপন্ন

মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাস...

নিজ নাগরিকদের ‘এ মুহূর্তে’ ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

যুক্তরাট্রের পররাষ্ট্র দপ্তর জরুরি নিরাপত্তাসতর্কতা জারি করে ইরানে থাকা সব মা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা