চট্টগ্রাম সীতাকুণ্ডে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযানে ৪০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মেহেদী হাসান (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা সূত্র জানায়, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রম জোরদারের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে সীতাকুণ্ড থানাধীন কুমিরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জানা যায়, কুমিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নাব আলীর বাড়ির দ্বিতীয় তলায় পলাতক আসামি দেলোয়ার হোসেনের ব্যবহৃত কক্ষে বিপুল পরিমাণ মাদক মজুদ রয়েছে।
সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সেখানে অভিযান চালিয়ে মেহেদী হাসানকে আটক করা হয়। তিনি আবুল খায়েরের ছেলে এবং সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকার বাসিন্দা। অভিযানের সময় অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।
পরবর্তীতে আটককৃত আসামির দেখানো মতে বাড়িটির দ্বিতীয় তলার একটি শয়নকক্ষে খাটের ওপর সুকৌশলে লুকিয়ে রাখা ৩টি বস্তায় ৮টি পোটলায় প্রতিটি ৫ কেজি করে মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আমারবাঙলা/এনইউআ