ঘুম থেকে উঠেই আল্লাহর নাম না নিয়ে তার নামে সমালোচনা করে বেড়াচ্ছে বলে।’—মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ।
আজ (শনিবার, ৩১ জানুয়ারি) রাজধানীর পল্টনে বায়রা নেতাদের সঙ্গে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন,এখন কিছু ছেলেপেলে জুটেছে, হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ, লম্বা লম্বা কথা বলে। কোনো কথা নাই, ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নেয় কি না আমি জানি না ভাই। আমার নাম প্রথম নেয়। আরে ভাই, ঘুম থেকে উঠে আল্লাহর নাম নেও, নামাজ পড়ো। তারপর বাড়ি থেকে বের হও কাজ করতে।
মির্জা আব্বাস বলেন, ‘আমার অভিজ্ঞতা যদি আজকে কাজে না লাগে, আমাদের মতো বয়সের ব্যক্তিদের অভিজ্ঞতা যদি কাজে না লাগে, আমার ছেলে যদি আমার অভিজ্ঞতা কাজে না লাগায়, সে জীবনে কিছু করতে পারবে না। এটা হলো বাস্তবতা।
ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দিন পাটওয়ারীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তুমি তো চাঁদপুর থেকে সেদিন আসছো ঢাকায়। আর এই এলাকার লোক বহুদিন যাবৎ এ এলাকায় বসবাস করে। তারা আমার সম্পর্কে যা জানে, তুমি তার কিছুই জানো না। সুতরাং লম্বা লম্বা কথা বলো না। এই ঢাকা শহরের একটা ব্যক্তি বলতে পারবে না কোনো স্বার্থের জন্য মির্জা আব্বাসকে এক কাপ চা খাওয়াইতে পারছে তারা।
আমারবাঙলা/এসএবি