আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ফেনী–৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর পক্ষে আজ সন্ধ্যায় দাগনভূঞা বাজারে গণসংযোগ করেছেন তাঁর বড় ছেলে ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সভাপতি তাবিথ মো. আউয়াল।
গণসংযোগকালে তিনি দাগনভূঞা বাজারের বিভিন্ন দোকান ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় বক্তব্য রাখতে গিয়ে তিনি আবেগঘন কণ্ঠে বলেন,
“আজ আমি এখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে আসিনি। আমি এসেছি একজন সন্তান হিসেবে—আমার বাবার জন্য আপনাদের দোয়া চাইতে।”
তিনি আরও বলেন, তাঁর পিতা আবদুল আউয়াল মিন্টু আজীবন মানুষের কল্যাণ ও গণতন্ত্রের পক্ষে রাজনীতি করেছেন এবং ফেনী–৩ আসনের মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছেন।
তাবিথ মো. আউয়াল বলেন,
এই এলাকার মানুষ সবসময় ন্যায় ও সত্যের পক্ষে থেকেছে। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই, যেখানে জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।”
গণসংযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগকে কেন্দ্র করে দাগনভূঞা বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়।
আমারবাঙলা/এসএবি