সংগৃহীত
খেলা

নতুন চ্যাম্পিয়নের দেখা মিলবে এবারের আইপিএলে

স্পোর্টস ডেস্ক 

গুজরাট টাইটান্সকে ইলিমিনেটরে বিদায় করার পরও দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসের বিপক্ষে ২০৩ রানের বড় স্কোর গড়েও জিততে পারলো না মুম্বাই ইন্ডিয়ান্স।

১ ওভার হাতে রেখে ৫ উইকেটের ব্যবধানে মুম্বাইকে হারিয়ে ফাইনালে উঠে গেছে পাঞ্জাব কিংস। যেখানে আগে থেকেই অপেক্ষা করছিলো রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঞ্জাব কিংস ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে একটা বিষয় নিশ্চিত হয়ে গেছে যে, এবারের আইপিএল নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে।

কারণ, এবারের দুই ফাইনালিস্ট রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস, এর আগে কখনো চ্যাম্পিয়ন হয়নি। এই দুদল মুখোমুখি হওয়া মানে যে কোনো একটি দল তো চ্যাম্পিয়ন হচ্ছেই এবং সেই দলটি প্রথমবারেরমত চ্যাম্পিয়নশিপের স্বাদ পাবে।

যদিও দুদলই এর আগে ফাইনাল খেলার স্বাদ পেয়েছে। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তিনবার এবং পাঞ্জাব কিংস একবার। তবে, দুই দলেরই ফাইনাল প্রতিপক্ষ ছিল অন্য কেউ, যারা সংশ্লিষ্ট আসরগুলোতে চ্যাম্পিয়ন হয়েছে।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দুর্ভাগ্য, এর আগে তিনবার ফাইনালে উঠে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। আইপিএল শুরুর পরের মৌসুমেই, ২০০৯ সালে প্রথবার ফাইনাল খেলেছিল বেঙ্গালুরু। সেবার তারা ৬ রানে হেরে যায় ডেকান চার্জার্সের কাছে। এরপর ২০১১ সালে আবারও ওঠে ফাইনালে। কিন্তু এবারও চ্যাম্পিয়ন হতে পারলো না। এবার ফাইনালে তারা চেন্নাই সুপার কিংসের কাছে হেরে যায় ৫৮ রানে।

তৃতীয়বার রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফাইনালে ওঠে ২০১৬ সালে। সেবার ফাইনালে তারা হেরে যায় মোস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদের কাছে, ৮ রানের ব্যবধানে। এরপর ৯ বছর বিরতি দিয়ে আবারও উঠলো ফাইনালে। চতুর্থবারের মত ফাইনালে উঠে তারা কী পারবে প্রথমবার চ্যাম্পিয়ন হতে?

পাঞ্জাব কিংস আইপিএলে যাত্রা শুরু করেছিল কিংস ইলেভেন পাঞ্জাব নামে। আইপিএলে দলটির সাফল্য শুন্য। একবার মাত্র উঠেছিল ফাইনালে। ২০১৪ সালে ফাইনালে উঠলেও শিরোপার স্বাদ পায়নি তারা। সেবার পাঞ্জাব হেরেছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের কাছে, ৩ উইকেটের ব্যবধানে। পরিবর্তিত নামে (পাঞ্জাব কিংস) এবারই প্রথম ফাইনালে উঠলো তারা। এবার কী তারা পারবে চ্যাম্পিয়ন হতে!

তবে পাঞ্জাব কিংসের জন্য বড় অ্যাডভান্টেজ হলো তাদের অধিনায়ক। স্রেয়াশ আয়ার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অধিনায়ক। তার নেতৃত্বে গত আসরে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল। এবার উঠলেন ফাইনালে। নিশ্চয় তার অভিজ্ঞতা কাজে লাগবে পাঞ্জাব কিংসের।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০ গাড়ি কেনা হচ্ছে

আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন...

মেসির উত্তরসূরি কে

যাঁর শুরু আছে, তাঁর শেষও আছে—এটাই জগতের নিয়ম। লিওনেল মেসিও ক্যারিয়ারের...

রাতে কানাডা যাচ্ছেন সিইসি

প্রবাসীদের ভোটার কার্যক্রম দেখতে ১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন প্রধান নির্বাচন...

ডাকসুর নির্বাচনী লড়াইয়ে প্রকাশ্যে ছাত্রশিবির

গত বছরের জুলাই মাসের গণ-অভ্যুত্থানের পর ঢাকা বিশ্ব...

মেসি-রোকুজ্জোর চুমুর ছবি তুলে জিতলেন পুরস্কার

‘যদিও ছবিটি কয়েক বছর আগের, তবু এখনো আমি মুহূর্তটা স্পষ্ট মনে করতে পারি&...

কেন হঠাৎ বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান?

পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক এবং পাকিস্তানের পররাষ্ট্র ও উপপ্রধানমন্ত্রী ইস...

হাসিনা-জয়ের বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির চিঠি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরু...

নগর ভবন ৪০ দিন বন্ধ, তবু কোটি টাকার তেল খরচ

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দে...

মধ্যপ্রাচ্য রুটে বিমানের টিকিটের দাম বাড়তি, বিপাকে প্রবাসীরা

মধ্যপ্রাচ্য রুটে হঠাৎ করেই ঢাকা ও চট্টগ্রাম থেকে দুবাইমুখী উড়োজাহাজের টিকিটের...

সাগরে লঘুচাপ দুর্বল হয়ে পড়েছে

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি (Well Ma...

লাইফস্টাইল
বিনোদন
খেলা