খেলা

ফুটবলে নতুন অধ্যায় লিখছেন মেসি

ক্রীড়া ডেস্ক

বার্সেলোনায় সোনালী সব দিনই কাটিয়েছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। তারা এখন একসঙ্গে খেলছেন ইন্টার মিয়ামিতে। এবার এই দুই বন্ধু তাদের সম্পর্কটাকে নতুন রূপ দিতে চলেছেন। উরুগুয়ের পেশাদার ফুটবলে নিজেদের ক্লাব নিয়ে নামছেন তারা। ক্লাবটির নাম ‘দেপোর্তিভো এলএসএম’।

এই ক্লাবের পুরনো নাম ছিল ‘দেপোর্তিভো এলএস’। ২০১৮ সালে লুইস সুয়ারেজ নিজ দেশে সিউদাদ দে লা কস্তা শহরে ক্লাবটি প্রতিষ্ঠা করেন। লক্ষ্য ছিল স্থানীয় প্রতিভা তুলে আনা এবং সমাজে অবদান রাখা। মঙ্গলবার এক ভিডিও বার্তায় সুয়ারেজ জানান, ক্লাবটির নতুন নাম হয়েছে ‘দেপোর্তিভো এলএসএম’। এতে ‘এম’ যোগ করা হয়েছে মেসিকে সম্মান জানিয়ে। কারণ মেসি এখন এই প্রকল্পের অংশীদার হিসেবে যুক্ত হয়েছেন।

ক্লাবটি এবার পেশাদার পর্যায়ে খেলার জন্য প্রস্তুত হচ্ছে। তারা খেলবে উরুগুয়ের চতুর্থ বিভাগে। ইনস্টাগ্রামে সুয়ারেজ বলেন, ‘দেপোর্তিভো এলএস ছিল আমাদের পরিবারের স্বপ্নের প্রকল্প। ২০১৮ সালে এটি শুরু হয়েছিল। এখন আমাদের তিন হাজারের বেশি সদস্য রয়েছে এবং অবকাঠামো অনেক বেড়েছে।’

তিনি আরও বলেন, ‘এই কারণে আমি দেপোর্তিভো এলএসকে উরুগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশনের কাঠামোতে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের যুব দল এবং পেশাদার দল থাকবে।’

‘এই প্রকল্পই আমাদের ফুটবলের ভাবনা ভাগাভাগি করে নেওয়ার সেরা জায়গা। তাই আমি আমার বন্ধুকে ডেকেছি দেপোর্তিভো এলএসএম-এর পেশাদার প্রকল্পে যুক্ত হওয়ার জন্য।’

মেসি বলেন, ‘এই সুযোগ দেওয়ার জন্য লুইসকে ধন্যবাদ জানাই। সে অনেক বছর ধরে এই প্রকল্প নিয়ে কাজ করছে, আর এটি অনেক দূর এগিয়েছে। আমি আশা করি আমি যতটা পারি ততটা অবদান রাখতে পারব এই ক্লাবের উন্নতিতে। তোমার পাশে থেকে এই যাত্রায় থাকতে পারা আমার জন্য আনন্দের।’

২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত বার্সেলোনায় একসঙ্গে খেলে ১৩টি বড় শিরোপা জিতেছিলেন মেসি ও সুয়ারেজ। একটি চ্যাম্পিয়নস লিগ, চারটি লা লিগা, ও চারটি কোপা দেল রে জিতেছিলেন তারা। মাঠের বাইরেও তাদের বন্ধুত্ব গড়ে উঠেছিল দারুণভাবে।

২০২৩ সালে সুয়ারেজ যোগ দেন ইন্টার মায়ামিতে, মেসির পাশে। তাদের সঙ্গে ছিলেন জর্দি আলবা ও সার্জিও বুসকেটসও। এই চার সাবেক বার্সা তারকা ২০২৪ সালে ইন্টার মায়ামিকে জিতিয়েছেন এমএলএসের সাপোর্টার্স শিল্ড।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাথায় তারেক রহমানের স্নেহের হাত, রাজনীতিতে দীপ্তির ত্যাগের স্বীকৃতি

চট্টগ্রাম প্রোগ্রাম মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে আবেগঘন মুহূর্ত...

কুষ্টিয়ায় ড. শফিকুর রহমানের আহ্বান: চাঁদাবাজি বন্ধ করে সমাজে ভাল কাজ করুন

কুষ্টিয়ায় রাস্তা-ঘাট ও হাট-বাজারে চাঁদাবাজি বন্ধ করে সমাজে ভাল কাজ করার আহ্...

প্রত্যাশার নারায়ণগঞ্জ, হতাশার নারায়ণগঞ্জ

উন্নয়নের বেড়াজালে জনজীবন বিপন্ন। শহরের সর্বত্রই বিশৃঙ্খলা ও সীমাহীন দুর্ভোগ...

নীলফামারীতে মৈত্রী হাসপাতাল: উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

নীলফামারীতে ১,০০০ শয্যার বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল: উত্তরাঞ্চলের স্ব...

ক্ষমতার কেন্দ্র জনগণ—ফেনীর জনসভায় তারেক রহমান

জনগণই বিএনপির রাজনৈতিক শক্তি, ক্ষমতা ও ভবিষ্যৎ রাজনীতির একমাত্র উৎস—এমন...

বিএনপি এতো খারাপ হলে তাদের দুই মন্ত্রী পদত্যাগ করেনি কেন: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আপনারা পত্রিকায় দেখেছেন-একটি রাজনৈতিক...

শীতকালে ঠান্ডা নাকি গরম পানি দিয়ে চুল ধোয়া ভালো

গরম পানির ভালো দিক গরম পানির কিছু জাদুকরি ক্ষমতা আছে। পাশা...

আরাকান আর্মির গুলিতে দুই বাংলাদেশি জেলে আহত

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র সংগঠন...

যেখানেই ভোট দিতে বাধা দেওয়া হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলব: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, &lsquo...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নির্ভরযোগ্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুর, কাশিমপুর কারা ক্যাম্পাস – স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা