খেলা

‘পরিণত’ ইয়ামাল জবাবটা মাঠেই দিলেন 

ক্রীড়া ডেস্ক

কথাটা পিটার ড্রুরির। গেল বছর ইউরোর সময়ে অবাক বিস্ময়ে বলেছিলেন, ‘লামিন ইয়ামাল, ১৬ বছর বয়স মাত্র! এ বয়সে আপনি কী করছিলেন?’ কথাটা আপনি বহুবার ফেসবুক-ইনস্টায় অগুণতি রিলে দেখেছেন, শুনেছেন, কানে-মনে গেঁথে গেছে।

তবে তার আগের কথাগুলো সম্ভবত আপনি শোনেননি। শুনুন তাহলে, ‘এখানের গল্পটা ছোট্ট ছেলেটার পুরুষ হয়ে ওঠার গল্প। কী দারুণ এক গল্প, তাই না?’ লামিন ইয়ামাল তার প্রমাণটা গত ইউরোয় দিয়েছেন, দলকে শিরোপা জিতিয়েছেন, নিজে জিতেছেন সেরা উদীয়মানের পুরস্কার।

‘স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন’ -প্রবাদটা জানেন নিশ্চয়ই! লামিন ইয়ামালের সামনে চলতি মৌসুমটা ছিল সে তকমাগুলো রক্ষার। তিনি মৌসুমটা কি দারুণভাবেই না সামলাচ্ছেন! গোল করছেন, করাচ্ছেন, দলকে জেতাচ্ছেন। সবচেয়ে বড় কথা, ‘পুরুষ’ হয়ে উঠছেন। মাঠে, কিংবা মাঠের বাইরে, একটু একটু করে পরিণত হয়ে উঠছেন যেন!

সবশেষ এল ক্লাসিকোটা আর দশটা সাধারণ এল ক্লাসিকোর কাতারে রেখে দেখলে ভুল করবেন। দুই দলের ফাইনালের ইতিহাস আর দুই দলের চলতি মৌসুমের সম্ভাব্য নিয়তির কথা মাথায় রাখলে ম্যাচটা এমনিতেই বিশেষ কিছু হয়ে যায়। তবে ম্যাচটার গুরুত্ব বাড়িয়ে দেয় ম্যাচের আগের পরিস্থিতিটা।

রিয়াল মাদ্রিদ টিভি কোপা দেল রের ফাইনালে রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়াকে নিয়ে একটা ভিডিও বানাল, যেখানে তার ‘পক্ষপাতদুষ্টতা’ নিয়ে কথা বলা হলো ৭ মিনিট ধরে। সেটা নিয়ে জলঘোলা হচ্ছিল তখন। বেনগোচেয়া নিজেও সংবাদ সম্মেলন ডেকে সে ভিডিওর প্রভাবটা কতটা খারাপ, তা জানাচ্ছিলেন। এরপর রিয়াল হুমকি দিচ্ছিল বেনগোচেয়া থাকলে ফাইনালে খেলবে না দলটা।

ঠিক তখনই লামিনের ইনস্টায় দেখা মেলে একটা ‘স্টোরি’র। লামিন লিখলেন, ‘নীরবতাই সবচেয়ে জোরে আওয়াজ তোলে। ভলিউমটা বন্ধ করে রাখলাম। আমাদের মিশনটা তো এখনও শেষ হয়ে যায়নি!’

১৭ বছর বয়সী স্প্যানিশ এই ফরোয়ার্ডের এমন বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা আরও অনেক আছে। ইউরো, লা লিগা, সুপারকোপা দে এস্পানা, চ্যাম্পিয়ন্স লিগে এমন ম্যাচ কম খেলা হয়নি তার। সেসব ম্যাচে আলো কেড়ে নেওয়ার অভ্যাসও এই বয়সেই অনেক আছে। ফাইনালের আগে এমন বুলিটাকে তাই ফাঁকা বুলি মনে হচ্ছিল না একটুও।

লামিন এরপর কথা বললেন ম্যাচে, পারফর্ম্যান্স দিয়ে। দুটো অ্যাসিস্ট করলেন, দুটোই দারুণ গুরুত্বপূর্ণ। তবে আপনি এখন বলতে পারেন, বড় ম্যাচে অ্যাসিস্ট করার ক্ষমতা তো অনেকই আছে, লামিন আলাদা হলেন কী করে?

তার জবাবটা লুকিয়ে আছে তার পারফর্ম্যান্সে। প্রথম অ্যাসিস্টটা তিনি করলেন পেদ্রি গনজালেসকে। যে জায়গাটা থেকে বলটা মাইনাস করলেন, সেখান থেকে তার গোল আছে একাধিক। ঝোঁকের বসে সেখান থেকে একজন ফরোয়ার্ড শট করে দিলেও অস্বাভাবিক কিছু ছিল না। কিন্তু তিনি ঠাণ্ডা মাথায় দেখলেন, রিয়াল রক্ষণ তাদের ঠিক পেছনে কয়েক কিলোমিটার জায়গা রেখে দিয়েছে, আর সেখানে ছুটে আসছেন পেদ্রি। তিনি ভরসা রাখলেন পেদ্রির ওপর, মাইনাস করলেন। বাকি গল্পটা আপনি জানেন।

পরের অ্যাসিস্টটা দেখে নেওয়া যাক চলুন। সময় চলে যাচ্ছে একটু একটু করে, কিন্তু সমতাসূচক গোলটা আসছে না। এমন পরিস্থিতিতে আপনি বলের ওপর দারুণ দখল আছে এমন ফরোয়ার্ড হলে বল নিয়ে টেনে প্রতিপক্ষের রক্ষণে চলে যেতে চাইবেন। লামিন তা করলেন না। চোখের কোণা দিয়ে দেখলেন অফসাইডের ফাঁদ এড়িয়ে রিয়ালের বিপদসীমার দিকে এগিয়ে যাচ্ছেন ফেররান তরেস।

এরপর যা করলেন, তাতে তার তুলনা তার পূর্বসূরি লিওনেল মেসির সঙ্গেই হতে পারে। মাঝমাঠ থেকে বহুবার বহু ম্যাচে বল বাড়িয়েছেন জর্দি আলবা, লুইস সুয়ারেজদের। কাল রাতে ৯০ মিনিট শেষের একটু আগে লামিন ঠিক যেন ‘মেসি’ হয়ে মাঝমাঠ থেকে বলটা বাড়ালেন তরেসকে। পরের কাজটা করেছেন তরেস।

লামিন ম্যাচের আগে চুপ থাকছেন, ম্যাচে পারফর্ম্যান্সটাকে দিয়েই কথা বলাচ্ছেন। নিজের চেয়ে ভালো গোলের সুযোগ কার তা খুঁজে নিচ্ছেন, তাতে নিজের গোলের সুযোগ জলে যাক, তাতে বিন্দুমাত্র খেদ রাখছেন না মনে। আর এ সব কিছুই করলেন তিনি নিজের জীবনের ১৭তম বয়সে দাঁড়িয়ে।

ম্যাচের আগে লামিন ইয়ামাল বলেছিলেন ‘মিশনটা এখনও শেষ হয়নি’। কাল কোপা দেল রের শিরোপাটা ৪ বছর পর জিতেছে বার্সা। তবে মিশনটা এখনও শেষ হয়নি। আরও দুই ‘শিরোপাখরা’ যে কাটানো বাকি। লামিন নিশ্চয়ই সে ‘মিশন’টা শেষ করে তবেই ক্ষান্ত হতে চাইবেন!

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমিতে ‘অ্যাডোলেন্স’-এর জয়জয়াকার

বাংলাদেশ সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঘোষণা করা হলো ৭৭তম এমি অ্যাওয়ার্ডস।...

রাকসু নির্বাচনে কার কী প্যানেল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের এ পর্যন্ত নয়টি প্...

হাত না মেলানো : ভারতের ব্যাখ্যা, পাকিস্তানের প্রতিবাদ

আগা সালমান-শাহিন আফ্রিদিরা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন...

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তরুণের ভাষ্য, তাঁর হিজাব পরা মা...

বিপৎসীমা ছাড়িয়ে গেছে তিস্তার পানি

টানা কয়েক দিনের ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি আব...

বাংলাদেশ স্কাউটস্ এ সংস্কারের আড়ালে গঠনতন্ত্র পরিপন্থী কাজের দায় কার?

গত ১১ তারিখে বাংলাদেশ স্কাউটস এর বর্তমান এডহক কমিটির আহবায়ক ও সদস্য সচিবকে য...

গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত কমিশন

গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল। জাতিসংঘের একটি স্...

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা

ডেঙ্গু রোগীদের চিকিৎসা আরও সুশৃঙ্খল করতে সরকারি হাসপাতালগুলোকে নতুন নির্দেশনা...

ক্রীড়া পরিদপ্তরে দুদকের অভিযান

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি প...

এক লাফে ট্যারিফ বাড়ল গড়ে ৪০ শতাংশ

বন্দর ব্যবহারকারীদের আপত্তি উপেক্ষা করেই নতুন ট্যারিফের প্রজ্ঞাপন জারি করা হয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা