প্রবাসীর কলার ধরে রেখেছেন একজন বাউন্সার । ছবি: ভিডিও থেকে নেওয়া
প্রবাস

প্রবাসীদের পেটাতে বাউন্সার ভাড়া করেছে ইএসকেএল

মালয়েশিয়া প্রতিনিধি

নিরাপত্তাকর্মী থাকা সত্ত্বেও প্রবাসী বাংলাদেশীদের জন্য বাউন্সার ভাড়া করেছে মালয়েশিয়ায় পাসপোর্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এক্সপাট সার্ভিস কুয়ালালামপুর- ইএসকেএল।

জানা গেছে, বাউন্সারদের দায়িত্ব দেওয়া হয়েছে পাসপোর্ট সার্ভিস নিতে আসা প্রবাসী বাংলাদেশীদের ভয় দেখানোর। বাস্তবেও তাই করছেন বাউন্সাররা। প্রায়ই দেখা যাচ্ছে প্রবাসীদের দিকে তেড়েফুড়ে আসছেন তারা। হাতে থাকছে লাঠি। কখনো কখনো সপাটে সে লাঠি দিয়ে আঘাত করছেন প্রবাসীদের।

ইএসকেএল -এর বাউন্সারদের হাতে প্রহৃত প্রবাসী শ্রমিক জাকির হোসেন এই প্রতিবেদককে বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি আমাদের ভিআইপির মর্যাদা দিয়েছে। বাস্তবে আমরা যে অবহেলিত শ্রমিক ছিলাম, তা-ই আছি। ইএসকেএল আমাদের ব্লাকমেইল করে অতিরিক্ত টাকা নিচ্ছে। তারপরও তাদের কর্মীরা ভালো ব্যবহার করছে না। অকারণে লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছে প্রবাসীদের।”

জাকির হোসেন আরো বলেন, “সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়েই আমরা পাসপোর্ট রিসিভ করতে গিয়েছিলাম। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর ক্লান্তিতে শরীর চলছিল না। তখন দেখি ঘুষ নিয়ে পেছন থেকে কয়েকজনকে আমাদের আগে নিয়ে যাচ্ছে ইএসকেএল এর নিরাপত্তাকর্মীরা। আমরা এই অন্যায়ের প্রতিবাদ করাতেই বাউন্সাররা ছুটে আসে। লাঠি দিয়ে আমাদের পেটাতে থাকে।”

ইএসকেএল-এ চাকরিরত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “প্রবাসীদের ওপর ইএসকেএল রীতিমতো জুলুম করছে। চাকরি বাঁচানোর ভয়ে প্রতিবাদ করতে পারি না। কিন্তু প্রবাসী শ্রমিকদের সঙ্গে প্রতিষ্ঠানটি যে অমানবিক আচরণ করছে তা ঘরের চাকর-বাকরের সঙ্গেও কেউ করে না। তার ওপর অতিরিক্ত টাকা আদায়ের ব্যাপার তো আছেই। এসব অন্যায়ের সমাধান হওয়া উচিত।”

তিনি জানান, প্রবাসীদের পকেট থেকে নিয়মবর্ভিূতভাবে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে ইএসকেএল।

গত ১৮ নভেম্বর এই বক্তব্যের সত্যতা মেলে ইএসকেএল অফিসে গেলে। দেখা যায়, অকারণে ইএসকেএল কতৃক নিযুক্ত বাউন্সার এবং নিরাপত্তাকর্মীরা সম্মিলিতভাবে প্রবাসীদের পেটাচ্ছে।

প্রায়ই ইএসকেএল অফিসের বারান্দায় শুয়ে থাকতে দেখা যায় প্রবাসীদের। কারণ দূর-দূরান্ত থেকে পাসপোর্ট সেবা নিতে আসা এসব প্রবাসীদের সময়মতো সার্ভিস দিতে পারছে না ইএসকেএল। প্রবাসীরা নিজেদের কাজ ফেলে দিনের পর পর দিন ধর্না দিতে হয় ইএসকেএল অফিসে।

তারই ধারাবাহিকতায় গত ১৮ নভেম্বর রবিবার প্রায় ৮শ’ মানুষ সিরিয়াল দিয়ে দাঁড়িয়েছিলেন ইএসকেএল অফিসে। কিন্তু হঠাৎই ক্লান্ত প্রবাসীদের লাঠি দিয়ে পেটাতে শুরু করেন একজন ইএসকেএল কর্মী।

আমার বাঙলা’র হাতে আসা ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে, প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীরা ঘুষের বিনিময়ে এই দীর্ঘ সিরিয়ালের পেছন থেকে মানুষকে ভেতরে নিয়ে যাচ্ছে। তাতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকাদের সময়ের অপচয় হচ্ছে। ১৮ নভেম্বর ঘুষ খেয়ে, সিরিয়াল ভাঙ্গার এই অনিয়মের প্রতিবাদ করাতেই প্রবাসীদের বেধড়ক পেটান ইএসকেএল কর্মীরা।

এ ব্যাপারে কথা বলতে ইএসকেএল এর ব্যান্ড ও মার্কেটিং কর্মকর্তা আরমান পারভেজ মুরাদকে ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।

প্রবাসীদের মারধোরের ভিডিও নিউজ দেখতে দৈনিক আমার বাঙলা’র ডিজিটাল রিপোর্ট দেখুন নিচের লিঙ্কে --

https://youtu.be/a9f_9r_fS9s?si=5c3N72_HPFhkAtbO

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুশীলা কারকির উত্থান যেভাবে

নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কারকি দেশটির অন্তর্বর্তী সরকারের প্...

১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্য...

রাস্তা অবরোধ করার অধিকার কারো নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে রাস্তা অবরোধের ঘট...

আয়ের দিক দিয়ে ফের মেসিকে ছাড়িয়ে শীর্ষে রোনালদো

রেকর্ডের দৌড়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির হাড্ডাহাড্ডি লড়াই চলে। কিন্...

সাবালেঙ্কার সাফল্যের রহস্য

সদ্য ইউএস ওপেন নারী এককের শিরোপাজয়ী বেলারুশের টেনিসকন্যা আরিনা সাবালেঙ্কা নিজ...

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তরুণের ভাষ্য, তাঁর হিজাব পরা মা...

জমির বিরোধে খুন, দুর্ঘটনায় মৃত্যু, তবু তাঁরা জুলাই শহীদ 

রাজধানীর ওয়ারীতে গত বছরের ১৪ আগস্ট কুপিয়ে হত্যা করা হয় বিএনপি নেতা মো. আল-আমি...

হাত না মেলানো : ভারতের ব্যাখ্যা, পাকিস্তানের প্রতিবাদ

আগা সালমান-শাহিন আফ্রিদিরা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন...

নুরাল পাগলা দরবারে হামলা, গোয়ালন্দে ওসির পর ইউএনওর বদলি

রাজবাড়ীর গোয়ালন্দে নুর‌াল পাগ‌লার দরবার ও বাড়িতে হামলা ও মরদেহে আগু...

বিশ্বের নতুন দ্রুততম মানবী জেফারসন–উডেন

নতুন দ্রুততম মানবী পেল বিশ্ব। টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মেয়েদে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা