বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপি কার্যালয়ে গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম। জেলা মৎস্যজীবী দলের আহবায়ক গোলাম মোস্তফা রঞ্জু এতে সভাপতিত্ব করেন।
সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন, জেলা বিএনপির সহ- সভাপতি মুক্তার হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেপু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আজিজুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স বক্তব্য দেন।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সরোয়াদ্দী হোসেন বুলবুল, পৌর মৎস্যজীবী দলের সভাপতি এ্যাড. মুরছালিন রহমান কাকন, সিনিয়র সহ-সভাপতি আল মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শামিম আবির, ডিমলা উপজেলা মৎস্যজীবীদলের সভাপতি গোলজার হোসেন, জেলা দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মীর সাইদ আল মেহেদী এ সময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
আমারবাঙলা/ইউকে
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            