জেলা প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনের ১৩৩টি ভোটকেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ বলে অভিযোগ করে স্বতন্ত্র প্রার্থী এসএম মোর্ত্তজা রশিদী দারা বলেন, আমার কর্মী-সমর্থকদের হুমকি, অপপ্রচার ও আচরণবিধি লঙ্ঘন করে চলেছেন তারা। তাদের আচরণ, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ার পথকে অনিশ্চিত করে তুলছে।
বুধবার (৩ জানুয়ারি) দুপুরে খুলনা প্রেসক্লাবের সাংবাদিক হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী এসএম মোর্ত্তজা রশিদী দারা বলেন, আব্দুস সালাম মুর্শেদী এমপির লোকজন আমার কর্মী, সমর্থক, সাধারণ মানুষদের প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। নির্বাচনী আচরণবিধি লংঘন করা হচ্ছে। শিক্ষক, প্রিসাইডিং অফিসার বা সহকারী প্রিসাইডিং অফিসারদের প্রভাবিত করে পক্ষ অবলম্বন করতে এক প্রকার উদ্যোগ গ্রহণ করেছে। দিন দিন খুলনা-৪ আসনের নির্বাচনী পরিবেশ নির্বাচনের অনুপযুক্ত হয়ে উঠছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকারি কর্মকর্তাদের অবিলম্বে খুলনা-৪ আসনের বাইরে বদলি করার আহ্বান জানাচ্ছি।
তিনি অভিযোগ করেন, ষড়যন্ত্রকারীরা জোরপূর্বক কেটলি মার্কার জয়কে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। নির্বাচনে আব্দুস সালাম মুর্শেদী পরাজয় নিশ্চিত জেনে তিনি ও তার সমর্থকরা বিরুপ আচরণ করছেন। ভোটারদেরকে তারা বলছে ‘ভোট যেখানে দাও ঘোষণা জনাব আব্দুস সালাম মুর্শেদীর হবে। ভোট গণনা হবে উপজেলা কর্মকর্তার কার্যালয়ে।’ এসব কথা বলে ভোটারদের ভোটদানে নিরুৎসাহিত করে ফাঁকা মাঠে গোল দিতে চাইছে।
এছাড়া কিছু চেয়ারম্যান ও মেম্বাররা বিভিন্ন নিরীহ ভাতাভোগীদের তাদের কথা মতো ভোট না দিলে সকল ভাতা বন্ধ করে দেবেন বলে অপপ্রচার চালাচ্ছে এবং স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে ভোট কেনার চেষ্টা চলছে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এসএম মোর্ত্তজা রশিদী দারা।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            