চট্টগ্রাম ১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে এলাকায় শিক্ষার মান উন্নয়নে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন।
আজ শনিবার (৭ ডিসেম্বর) সাতকানিয়ার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের ইছামতী, আলীনগর ও উত্তর রামপুর এলাকায় দিনব্যাপী গণসংযোগকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।
শাহজাহান চৌধুরী বলেন, ‘আমি অতীতেও স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করেছি। ভবিষ্যতেও শিক্ষার মান আরো উন্নত করতে কাজ করে যাব ইনশাআল্লাহ।’
নদীর তীরবর্তী এলাকা হওয়ায় স্থানীয় মানুষকে প্রায়ই নদীভাঙন ও বন্যার ভোগান্তি পোহাতে হয় উল্লেখ করে তিনি বলেন, এই ভাঙন রোধে প্রয়োজনীয় বেড়িবাঁধ নির্মাণে উদ্যোগ নেবেন। এছাড়া অনুন্নত রাস্তাঘাট সংস্কারেও সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানান তিনি।
গণসংযোগে সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি তারেক হোছাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দীন, সমাজসেবা সেক্রেটারি মুহাম্মদ রফিক উদ্দীন, মানবসম্পদ ও তথ্যপ্রযুক্তি সেক্রেটারি প্রকৌশলী কামরুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীল এবং কর্মীরা উপস্থিত ছিলেন।