সংগৃহিত
আন্তর্জাতিক

সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার সব মন্ত্রী এবং অন্যান্য সরকারি কর্মকর্তার রাষ্ট্রীয় খরচে বিদেশ সফরের ওপর আগামী তিন মাসের জন্য নিষেধাজ্ঞা আরোপ করছে দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু।

বৃহস্পতিবার (২১ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ট্রিনুবুর চিফ অব স্টাফ ফেমি বাজাবিয়ামিলা বলেছেন, সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের ব্যয় বৃদ্ধি নিয়ে প্রেসিডেন্টের উদ্বেগ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

প্রেসিডেন্ট টিনুবু ও তার প্রশাসনের কর্মকর্তাদের ঘন ঘন বিদেশ সফর নিয়ে দেশটিতে ব্যাপক সমালোচনা রয়েছে। গত বছরের মে মাসে প্রেসিডেন্টের শপথ নেওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১৫ বার বিদেশ সফরে গেছেন টিনুবু।

নাইজেরিয়ার এই প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদের প্রথম ছয় মাসেই অভ্যন্তরীণ ও বিদেশ সফরের পেছনে কমপক্ষে ৩ দশমিক ৪ বিলিয়ন নাইরা (প্রায় ২২ লাখ মার্কিন ডলার) ব্যয় হয়েছে। যা তার ২০২৩ সালের সফরের বাৎসরিক মোট বাজেটের ৩৬ শতাংশেরও বেশি বলে গত জানুয়ারিতে দেশটির সংবাদপত্র পাঞ্চের এক প্রতিবেদনে জানানো হয়।

ফেমি বাজাবিয়ামিলা বলেছেন, ভ্রমণ নিষেধাজ্ঞা নাইজেরিয়ার বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ ও দায়িত্বশীল আর্থিক ব্যবস্থাপনায় খরচ কমিয়ে দেবে। পশ্চিম আফ্রিকার এই দেশটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ জীবনযাত্রার ব্যয়-সংকটের সাথে রীতিমতো লড়াই করছে। দেশটির চলমান এই অর্থনৈতিক সংকট মানুষের মাঝে ব্যাপক ভোগান্তি ও ক্ষোভ তৈরি করেছে।

জনসাধারণের তীব্র সমালোচনা মোকাবিলায় টিনুবু সর্বশেষ প্রচেষ্টা হিসেবে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে তিন মাসের নিষেধাজ্ঞা আরোপ করছেন। এর আগে, গত জানুয়ারিতে নাইজেরিয়ার এই প্রেসিডেন্ট রাষ্ট্রীয় খরচে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের প্রতিনিধি দলের সংখ্যাও ৬০ শতাংশ কমিয়ে আনার ঘোষণা দেন।

আগামী এপ্রিলে এই নিষেধাজ্ঞা কার্যকর হলে দেশটির সরকারি কর্মকর্তারা কেবল ‘‘অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করা হয়’’ এমন সফরে বিদেশে যেতে পারবেন। কর্মকর্তাদের বিদেশ সফরে যাওয়ার অন্তত দুই সপ্তাহ আগে প্রেসিডেন্ট টিনুবুর কাছ থেকে অনুমোদন নিতে হবে।

বাজাবিয়ামিলা বলেছেন, বিদেশ সফরের এই বিরতি সরকারি কর্মকর্তাদের কার্যকর পরিষেবা সরবরাহের জন্য তাদের নিজ নিজ দায়িত্বে মনোনিবেশের বিষয়টি নিশ্চিত করবে। সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের লাগাম টানতে নাইজেরিয়ার এই প্রেসিডেন্ট ব্যবস্থা নিলেও নিজে সফর কমাবেন কি-না সেই বিষয়ে কিছু জানাননি তিনি। সূত্র: বিবিসি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিল্পী বিপাশা গুহঠাকুরতার তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

বিশিষ্ট নজরুল-সঙ্গীত শিল্পী বিপাশা গুহঠাকুরতার তৃত...

ঢাকায় পরপর ৩ দিন ৩ দলের সমাবেশ

বৃহস্পতিবার (১ মে) থেকে শুরু হচ্ছে তিন দিনের সরকার...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

হিটলারের মৃত্যু কীভাবে হয়েছিল, নতুন তথ্য

এডলফ হিটলার সারাবিশ্বে পরিচিত নাম। তিনি ছিলেন স্বৈ...

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন  ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা