ইউক্রেনে একদিনে রেকর্ড হামলায় রাশিয়ার প্রতি ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ার অর্থনীতিকে ‘ধ্বংস’ করতে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন তিনি। খবর আল জাজিরার।
ইউক্রেনের রাজধানী কিয়েভে সরকারি ভবনসহ বহু স্থাপনায় নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত চারজন নিহত হন। এছাড়া আহত হন আরো অনেকে। এর প্রতিক্রিয়ায় রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দেন ট্রাম্প।
নিউ ইয়র্ক সিটিতে ইউএস ওপেন টেনিস ফাইনাল দেখতে যাওয়ার আগে সাংবাদিকরা জানতে চান, তিনি রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রস্তুত কিনা। এ বিষয়ে তিনি ইতিবাচক উত্তর দেন তিনি।
এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার নতুন ধাপে যেতে প্রস্তুত তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট।
ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, রোববার রাশিয়া কিয়েভে রাতভর রেকর্ড ৮১৮টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এটি একদিনে চালানো সবচেয়ে বড় হামলা।
এ বিষয়ে ট্রাম্প বলেন, তিনি পুরো পরিস্থিতি নিয়ে মোটেও সন্তুষ্ট নন।
তিনি বলেন, ‘এটা মানবতার এক ভয়াবহ অপচয়। সেখানে যা ঘটছে তাতে আমি মোটেও সন্তুষ্ট নই। আমি মনে করি এ সমস্যার দ্রুত সমাধান হবে।’
আমারবাঙলা/এফএইচ