ছবি: সংগৃহীত
পরিবেশ

নদী নয়, যেন ময়লার ভাগাড়

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের জুড়ী উপজেলা শহর পেরিয়ে দেশের বৃহৎ হাওর হাকালুকিতে মিলিত হয়েছে জুড়ী নদী। শহরের দুটি ঐতিহ্যবাহী বাজার—ভবানীগঞ্জ ও কামিনীগঞ্জ—এই নদীর তীরেই। বাজার দুটির ময়লা–আবর্জনায় নদীটি এখন কার্যত ভাগাড়ে পরিণত হয়েছে।

ব্রিটিশ শাসনামলে স্থাপিত ভবানীগঞ্জ ও কামিনীগঞ্জ বাজারকে যুক্ত করেছে শহরের শিশুপার্ক সেতু। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, এই সেতু থেকেই নিয়মিত ময়লা–আবর্জনা ফেলা হয় নদীতে। পাশাপাশি শহরের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বর্জ্যও নদীতে ফেলা হচ্ছে। এসব বর্জ্য শেষ পর্যন্ত গিয়ে পড়ছে হাকালুকি হাওরে। ফলে হুমকির মুখে পড়ছে হাওরের জীববৈচিত্র্য ও পরিবেশ।

উপজেলা আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত সভায় বিষয়টি বারবার তোলা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি প্রশাসন—এমন অভিযোগ স্থানীয়দের।

ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, ‘জুড়ী শহরে ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা নেই। মানুষ বাধ্য হয়ে নদীতেই ফেলছে। জনস্বাস্থ্য রক্ষায় জরুরি ভিত্তিতে ডাম্পিং স্টেশন দরকার।’

কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নুরুল আম্বিয়া বলেন, ‘প্রশাসনের কাছে বহুবার অনুরোধ করা হলেও ময়লা ফেলার নির্দিষ্ট স্থান এখনো নির্ধারণ করা হয়নি।’

জুড়ী শহরের বাসিন্দা মো. মুজিবুর রহমান বলেন, ‘জনবহুল এলাকায় নদীতে এভাবে ময়লা ফেলা চলতে পারে না। পরিবেশ রক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপ জরুরি।’

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শিক্ষাবিদ মো. তাজুল ইসলাম বলেন, ‘নদীতে বর্জ্য ফেলার কারণে হাকালুকির মিঠাপানির মাছ বিলুপ্তির পথে।’

উপজেলা সদর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা জানান, ‘জনপ্রতিনিধিরা অনেকবার বললেও প্রশাসন বলছে—শহরের আশপাশে খালি জায়গা নেই।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বলেন, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের নিয়ে সভায় সতর্ক করা হয়েছে। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে।

জুড়ীর ইউএনও বাবলু সূত্রধর বলেন, ‘নির্দিষ্ট স্থান না থাকায় মানুষ যত্রতত্র ময়লা ফেলে। ডাম্পিং স্টেশনের স্থান নির্ধারণে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বেগম খালেদা জিয়ার জানাজা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্...

রাতভর টহলে ট্যুরিস্ট পুলিশ, নিরাপদ কক্সবাজারে স্বস্তিতে পর্যটকরা

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে আগত দেশি-বিদেশি পর্যটকদের...

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মনোহরদীতে দোয়া, মোনাজাত ও কালো ব্যাজ ধারণ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে সারা...

খালেদা জিয়ার জানাজা বুধবার, দাফন হবে শহীদ জিয়ার সমাধিতে

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগাম...

মৌলভীবাজার-৪ আসনে নির্বাচনী মাঠে পিতা ও পুত্র

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গ...

চিরনিদ্রায় শায়িত বেগম খালেদা জিয়া, দেশজুড়ে শোকের ছায়া

চিরনিদ্রায় শায়িত হলেন বেগম খালেদা জিয়া। তাঁর এ মৃত্যুতে দেশজুড়ে বইছে শোকের ছা...

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মনোহরদীতে দোয়া, মোনাজাত ও কালো ব্যাজ ধারণ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে সারা...

চিরনিদ্রায় সমাহিত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিরনিদ্রায় সমাহিত...

মরহুমা কারও থেকে ঋণ নিয়ে থাকেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন: তারেক রহমান

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম...

আশ্রয়ন প্রকল্পে অভিযান, চারটি এয়ারগান উদ্ধার র‍্যাবের

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাধীন কামদপুর আশ্রয়ন প্রকল্পের ঝোপে অভিযান চালিয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা