বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন ফারাহ শাম্মী।
বিষয়টি নিশ্চিত করেন বিএফডিসির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসাইন। তিনি বলেন, বর্তমানে তথ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক দায়িত্বে আছেন তিনি। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাকে এফডিসিতে দেওয়া হয়েছে।
এর আগে সংস্থাটির এমডির দায়িত্বে ছিলেন দিলীপ কুমার বণিক। সরকার পতনের পর গত ৭ আগস্ট সাবেক এমডি নুজহাত ইয়াসমিনের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি।
নুজহাত ইয়াসমিনের বিরুদ্ধে শুরু থেকেই নানা অভিযোগ ছিল। তাকে দায়িত্ব থেকে সরাতে নানা সময় বিএফডিসির কর্মচারীরা ও সংশ্লিষ্ট ১৭টি সংগঠন আন্দোলনও করেছিল। তবে কোনো কারণেই সরানো যাচ্ছিল না তাকে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই দায়িত্ব থেকে তাকে বিদায় করা হয়।
আমার বাঙলা/এনবি
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            