বিনোদন প্রতিবেদক: পশ্চিমবঙ্গের কলকাতায় হট্টমেলা আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার পেল মিডিয়া কর্মী আসিফ মোঃ নজরুলের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শূণ্যতা’। ৬মিনিট ৩০ সেকেন্ড ব্যপ্তি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন হানিফ পালোয়ান। সম্প্রতি কলকাতার পঞ্চম আন্তর্জাতিক হট্টমেলা চলচ্চিত্র উৎসবে এটি বেস্ট ইমোশোনাল কন্টেইন্ড এন্ড এ্যাকটিং ক্যাটাগরিতে পুরস্কৃত হয়।
এ প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, নিতান্তই সখের বশত আমি গ্রুপের ছেলে মেয়েদের নিয়ে একই দিনে স্বপ্ল বাজেটে দুটো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করি। এরমধ্যে প্রথমটি ২০২০ সালে একই উতসবে পুরস্কৃত হয়। সেটি ছিল ১৩ মিনিটের। হট্টমেলা চলচ্চিত্র উৎসবের জন্য এটি জমা দেয়া হয় -২০২২ সালে কিন্তু করোনার প্রভাব থাকায় গত বছর আয়োজকরা অনুষ্ঠান বাতিল করেন। একই ভাবে এ বছর অনুষ্ঠানের আয়োজন করলে চলচ্চিত্রটি জমা দিলে তা উতসবের জন্য মনোনীত হয়।
সম্প্রতি কলকাতার মোহিত মিত্র অডোটোরিয়ামে (পাইকপাড়া) প্রায় ১৮টি দেশের চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। যার মধ্যে ছিল মিউজিক ভিডিও,ফিচার ফিল্ম, ডকুমেন্টারি, ট্রাভেল শো ফিকশান সিনেমা। বাংলাদেশ থেকে মনোনীত হয় দুটো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘শুণ্যতা’ ছাড়া অন্যটি ছিল পথিক শহিদুলের ডকুমেন্টারি ফিল্ম ‘স্বরুপকথা’। উৎসবে ১ মিনিট থেকে ৪০ মিনিটের চলচ্চিত্রও ছিল স্থান পায়। দু’দিনব্যাপী এই উৎসবের সমাপনীতে নির্মাতাদের মাঝে সার্টিফিকেট এবং ক্রেস্ট প্রদান করা হয়। আসিফ নজরুল এ সাফল্যের জন্য হট্টমেলা এবং তার গ্রæপের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            