বিনোদন ডেস্ক: পাকিস্তানি গায়ক আতিফ আসলাম মার্কিন যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে পারফর্ম করছিলেন। এমন সময় দর্শকসারি থেকে একজন ভক্ত এই সংগীত শিল্পীর চেহারার দিকে টাকা ছুড়ে মারেন।
আতিফ সঙ্গে সঙ্গে গান বন্ধ করে দেন। এরপর ওই ভক্তের প্রতি গায়ক যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তা ইন্টারনেট দুনিয়ায় মুগ্ধতা ছড়িয়েছে।
কনসার্টের মঞ্চে শিল্পীকে লক্ষ্য করে পানির বোতল, ডিম, টমেটো, আবর্জনা ছুড়ে মারার ঘটনা নতুন নয়। তবে ভিন্ন ঘটনাই পাকিস্তানি সংগীতশিল্পীর সঙ্গে ঘটলো।
কনসার্ট চলাকালীন ওই ভক্ত আতিফকে উদ্দেশ্য করে টাকা ছিটানো শুরু করলে তাৎক্ষণিক গান বন্ধ করে দেন তিনি। এরপর সেই ভক্তকে মঞ্চে ডাকেন। তাকে লক্ষ্য করে বলেন, ‘বন্ধু, এই টাকাটা দান কর, আমার দিকে ছুড়ো না, এটা টাকার অসম্মান।’
আতিফের এমন কাণ্ড ইন্টারনেটে সবার মন জয় করে নিয়েছে। সকলেই চিন্তাশীলতার জন্য এই গায়কের প্রশংসা করেছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘একজন সত্যিকারের ভদ্রলোক। মানুষকে বিরক্ত না করে কীভাবে শিক্ষা দিতে হয় তা জানেন।’
অপর একজন লিখেছেন, ‘ঠিকই আছে। টাকা ছুড়ে দেওয়া, মুখের ওপর টাকা ছোড়া দেওয়া এবং বিয়ের সময় বিশেষ করে বরাত ও গীতের নাচে টাকা ছিটানো—এগুলো টাকার অপমান।’
সম্প্রতি গাজার মানুষের জন্য অনুদান নিয়ে পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়িয়ে ছিলেন আতিফ। প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন ফিলিস্তিনি মানুষের সহযোগীতায়।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            