বিনোদন

কানে ‘আলী’ সিনেমার বিশেষ স্বীকৃতি, যা লিখলেন শাকিব খান

বিনোদন প্রতিবেদক

৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার স্পেশাল মেনশন (বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি) দেওয়া হয় আদনান আল রাজীব পরিচালিত সিনেমাটিকে। শনিবার (২৪ মে) উৎসবের সমাপনী দিনে এই ঘোষণা করা হয়।

দেশের চলচ্চিত্রের এমন স্বীকৃতিতে আদনান আল রাজীবসহ পুরো ‘আলী’ টিমকে শুভেচ্ছা জানিয়েছেন বিনোদনের বিভিন্ন অঙ্গনের তারকারা। ঘটনাটিকে বাংলাদেশের জন্য ঐতিহাসিক মনে করছেন শাকিব খান। এ নিয়ে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়েছে।

ফটোকার্ড শেয়ার করে শাকিব খানের ফেসবুক পোস্টে লেখা হয়েছে, ‘বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। শাবাশ! আদনান ও টিম “আলী”।’ শাকিব খানের শুভেচ্ছা বার্তার মন্তব্যে আদনান আল রাজীব লিখেছেন, ‘ধন্যবাদ, শাকিব খান, আপনাকে ভালোবাসি।’

‘আলী’ সিনেমাটি কানে প্রদর্শিত হয় গত শুক্রবার। বিশেষ এ স্বীকৃতির পর ফেসবুকে আদনান আল রাজীব লিখেছেন, ‘এটা বাংলাদেশের জন্য। ধন্যবাদ কান চলচ্চিত্র উৎসব।’ প্রিমিয়ারের আগে কান থেকে আদনান আল রাজীব বলেছিলেন, ‘রাত পোহালেই আপনাদের সিনেমার প্রদর্শনী, কী অনুভূতি হচ্ছে।’ এমন প্রশ্নে এই পরিচালক বলেন, ‘গায়ে কাঁটা দিচ্ছে।’ দেশ-বিদেশের সিনেমা সমালোচক, পরিচালক, প্রযোজক সিনেমাটি নিয়ে কী বলেন, সে অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান তিনি।

আদনান আরো বলেন, ‘আমি বরাবরই বিশ্বাস করি, যখন আপনি সত্যিকারের কিছু বলেন, সবাই সেটা অনুভব করতে পারে, সে যে-ই হোক না কেন। আমি মুখোমুখি হব একজন নির্মাতা হিসেবে, নিজের গল্প নিয়ে, নিজের ভাষা নিয়ে। ভয় নেই; কারণ, আমি জানি, এটা আমার সত্য।’

নাটক, বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্র বানিয়ে ১৮ বছর পার করেছেন আদনান আল রাজীব। পরিচালক হিসেবে সবচেয়ে মন ভালো করা খবরটি পেলেন। ১৫ মিনিটের সিনেমা ‘আলী’ ছবির শুটিং প্রসঙ্গে আদনান জানান, গত বছরের ডিসেম্বরে সিলেটের বিভিন্ন লোকেশনে শুটিং করেছিলেন। টানা পাঁচ দিন কাজ করে শুটিং শেষ করেন।

সিনেমাটি উৎসবের কথা মাথায় রেখে বানিয়েছিলেন আদনান আল রাজীব। তবে তা যে কান উৎসব হবে, তা ভাবেননি তিনি। কানে মনোনয়নের পর আদনান প্রথম আলোকে বলেছিলেন, ‘আমরা তো আসলে কখনোই কান উৎসবের কথা ভাবিনি। এটা তো স্বপ্নের মতো ব্যাপার। আমাদের লক্ষ্য ছিল একটা ফিল্ম বানাব। এরপর একটা অভিনব ভাবনা মাথায় আসে। তখন আমার কাছে মনে হয়েছিল, এই ভাবনা নিয়ে কাজ করি।’

‘আমাদের একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, ক্যাটালগ নামে। বাংলাদেশ থেকে সেই প্রতিষ্ঠানে আছি আমি আর তানভীর, ফিলিপাইন থেকে আছে আমাদের আরও দুজন বন্ধু। চারজন মিলে গত বছরে প্রতিষ্ঠানটা শুরু করি। শুরুর পর কোনো কাজ করা হচ্ছিল না। এরপর আমরা কাজ শুরু করলাম। “আলী” গল্পটা বানালাম, যা আমাদের প্রতিষ্ঠানের প্রথম প্রযোজনা। ফেব্রুয়ারিতে আমরা জমা দিই কান উৎসবে। এরপর জানতে পারলাম মনোনয়নের খবর’, বলেন আদনান আল রাজীব।

কান উৎসবের অফিশিয়াল সাইটে সিনেমাটির গল্প নিয়ে বলা হয়েছে, উপকূলীয় একটি শহরের গল্প, যেখানে নারীদের গান গাইতে দেওয়া হয় না। সেখানে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে শহরে যেতে চায়। কিন্তু এই গান গাওয়া নিয়েই রয়েছে এক রহস্য। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন আল আমিন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে ভূমি মেলা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান

ভূমি ব্যবস্থায় স্বচ্ছতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ...

ওয়ানডেতে ক্যারিবীয় তারকার দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টির প্রবল জনপ্রিয়তার যুগে রেকর্ড ভাঙার ব্যাপক প্রতিযোগিতায় মেতে উঠতে...

প্রথম পরীক্ষায় ‘এ’ গ্রেড রিশাদের

রিশাদ হোসেন পরীক্ষায় কেমন করলেন? পিএসএল এখনো শেষ হয়নি। ফাইনাল বাকি। তবে ফাইনা...

উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ ক্ষমতাকে ৫ বছরে প্রলম্বিত করতে চান

উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ ক্ষমতাকে পাঁচ বছরের জন্য প্রলম্বিত করতে চান বলে মন্...

বলিউড অভিনেতা মুকুল দেব মারা গেছেন

জনপ্রিয় বলিউড অভিনেতা মুকুল দেব মারা গেছেন। দিনকয়েক ধরেই অসুস্থ ছিলেন তিনি। ভ...

দিনাজপুরে ২৪ ঘণ্টায় ৯ জনের মরদেহ উদ্ধার

একদিনে হত্যা, আত্মহত্যা ও দুর্ঘটনাসহ দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে ৯ জনে...

সম্পত্তি দখল ও হুমকির প্রতিবাদে অসহায় মহিলার সংবাদ সম্মেলন

বাগেরহাটে পৈত্রিক সম্পত্তি দখল ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়ে...

পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার

১০ দফা দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করছিল বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংকলরি...

তাঁতীদল নেতার উপর হামলা, আসামী গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নীলফামারী পৌর তাঁতীদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তুষারের উপর সন্ত্রাসী হাম...

শিবগঞ্জে ভূমি মেলা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান

ভূমি ব্যবস্থায় স্বচ্ছতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা