অপরাধ

ঢাকায় পৃথক ঘটনায় ২ নারী ও ১ কিশোরীর আত্মহত্যা

আমার বাঙলা ডেস্ক

রাজধানীতে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পৃথক তিনটি ঘটনায় দুই নারী ও এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সবাই ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

লালবাগে নারীর মরদেহ উদ্ধার: লালবাগ থানার শহীদ নগর বালুঘাট জেএন শাহ রোড এলাকার একটি বাসায় মোছা. সাদিয়া আক্তার (২০) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নওশাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আত্মীয়দের সঙ্গে কথা বলে জানতে পারি পারিবারিক কলহের জেরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন সাদিয়া । তবু ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

হাতিরঝিল এলাকায় আরেক নারীর আত্মহত্যা: হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম জানান, শুক্রবার রাতে মীরবাগের একটি বাসার চার তলা থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সুমি আক্তার (২০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরো জানান, আশপাশের লোকের মুখে জানতে পারি, পারিবারিক কলহের জেরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সুমি । এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

ডেমরায় কিশোরীর আত্মহত্যা: ডেমরার সারুলিয়ায় একটি টিনশেড বাসা থেকে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল হোসেন জানান, আমরা খবর পেয়ে শুক্রবার রাত ১১টার দিকে ডেমরার সারুলিয়ায় একটি টিনশেড বাসার আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, স্বজনদের কাছে জানতে পারি, পারিবারিক কলহের জের ধরে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমিতে ‘অ্যাডোলেন্স’-এর জয়জয়াকার

বাংলাদেশ সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঘোষণা করা হলো ৭৭তম এমি অ্যাওয়ার্ডস।...

রাকসু নির্বাচনে কার কী প্যানেল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের এ পর্যন্ত নয়টি প্...

হাত না মেলানো : ভারতের ব্যাখ্যা, পাকিস্তানের প্রতিবাদ

আগা সালমান-শাহিন আফ্রিদিরা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন...

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তরুণের ভাষ্য, তাঁর হিজাব পরা মা...

বিপৎসীমা ছাড়িয়ে গেছে তিস্তার পানি

টানা কয়েক দিনের ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি আব...

হাসপাতালে ভর্তির পর ডেঙ্গুতে এক দিনে ৫০% মৃত্যু

চলতি বছর দেশে প্রায় ৫০ শতাংশ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার...

কাতার ও ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কাতারের দোহায় অনুষ্ঠিত জরুরি আ...

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা

রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।...

সুপার ফোরে যেতে যে সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে

এশিয়া কাপের ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কাকে প্রায় হারিয়েই দিয়েছিল হংকং। জ...

‘শুধু আ.লীগ বললে খুলে দেওয়া হচ্ছে ভারতের বর্ডার’

শুধু আওয়ামী লীগ বললে ভারতের বর্ডার খুলে দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন চট্টগ্রাম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা