কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযানের সময় একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) গভীর রাতে ক্যাম্প-১৫ এর এইচ/১ ব্লকে অভিযান পরিচালনা করা হয়। এপিবিএন সূত্র জানায়, স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী ওই এলাকায় কিছু অজ্ঞাত দুষ্কৃতিকারীর অবস্থানের খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।
পরবর্তীতে ব্লকের ইটের সলিং রাস্তা এবং ব্র্যাক লার্নিং সেন্টারের উত্তর-পশ্চিম পাশের একটি খালি জায়গা থেকে সাদা গেঞ্জিতে মোড়ানো পরিত্যক্ত একটি ওয়ান শুটারগান এবং দুটি রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি উখিয়া থানা হস্তান্তর করা হয়েছে।
আমারবাঙলা/এনইউআ