রাজধানীর শাহবাগ থানার একটি মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
সোমবার (৮ সেপ্টম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক খুদে বার্তা এই তথ্য জানানো হয়।
আবু আলম মোহাম্মদ শহীদ খানকে তার পরীবাগের বাসা থেকে সোমবার ভোর রাতে গ্রেফতার করে ডিবি পুলিশ। তাকে আটক করে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে তার পরিবারসূত্রে জানা গেছে।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের খুদে বার্তায় বলা হয়, শহীদ খান ও ঝটিকা মিছিলে অংশ নেওয়া পাঁচজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে ডিবি।
ডিএমপি বলছে, রাজধানীতে ঝটিকা মিছিল করে নাশকতার চেষ্টা ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই অভিযান চালানো হয়।
এদিকে আবু আলম মোহাম্মদ শহিদ খানের ছোট বোন কনা আমার বাঙলা-কে জানিয়েছেন, আবু আলম মো. শহিদ খান ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন। তাই তিনি প্রয়োজনীয় ওষুধ নিয়ে সকাল থেকেই ডিবি কার্যালয়ের গেটে অপেক্ষা করছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে দেখা করতে দেওয়া হয়নি।
আমারবাঙলা/জিজি