জাটকা আহরণে বিরত থাকা জেলেদের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় রাজবাড়ীতে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৬ মার্চ) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সরকারি নিয়ম অনুযায়ী, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ৮ মাস ১০ ইঞ্চির নিচে জাটকা আহরণ নিষিদ্ধ থাকে। এ সময় নদীতে ইলিশ আহরণে সম্পৃক্ত জেলেদের জীবিকা নির্বাহের জন্য ফেব্রুয়ারি ও মার্চ দুই মাসের বরাদ্দ হিসেবে প্রতিজনকে ৮০ কেজি করে চাল দেওয়া হয়।
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নে ২৮২ জন নিবন্ধিত জেলের মাঝে চাল বিতরণ করা হয়। এছাড়া সদর উপজেলার মোট ১,৩৩০ জন জেলের মধ্যে পর্যায়ক্রমে চাল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সামসুদ্দিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী প্রকৌশলী বিজয় প্রামাণিক ও বরাট ইউনিয়নের অন্যান্য জনপ্রতিনিধিরা।
উপস্থিত কর্মকর্তারা জানান, জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিষিদ্ধ মৌসুমে জেলেদের জন্য সরকারি সহায়তা অব্যাহত থাকবে।
আমারবাঙলা/ইউকে
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            